♛ সাড়ে পাঁচ মাসের মাথায় আরজি কর কাণ্ডের রায় দিল আদালত। সঞ্জয় রায় একাই দোষী। এই রায় প্রকাশ্যে আসার পর সেটা মানতেই পারছে না টলিউডের একাংশ। চৈতি ঘোষাল, কিঞ্জল নন্দ সহ অন্যান্যরা কী বলছেন?
আরজি করের রায় নিয়ে কী বলল টলিউডের একাংশ?
𒈔কিঞ্জল নন্দ, অভিনেতা তথা চিকিৎসক যিনি আরজি কর আন্দোলনে প্রথম দিন থেকে যুক্ত ছিলেন, বিচার চেয়ে বারবার পথে নেমেছিলেন তিনি এদিন আনন্দবাজারকে জানান, 'যার গেল তার গেল। ওঁর বাবা মায়ের ক্ষতি কোনও দিন পূরণ করতে পারব না। তবে চেষ্টা করব ওঁদের সঙ্গে থাকার ওঁরা যতদিন বাঁচবেন ততদিন।' চৈতি ঘোষাল এদিন সাফ জানিয়ে দেন তিনি বিশ্বাস করেন না যে সঞ্জয় একা এই কাজ ঘটিয়েছে। বর্ষীয়ান অভিনেত্রী এদিন বলেন, 'সঞ্জয় একাই দোষী এটা মানতে পারছি না। আর কেউ দোষী নয়? একার পক্ষে ওই তরুণী চিকিৎসককে অমন নৃশংস ভাবে খুন, ধর্ষণ করা সম্ভব, এটা বিশ্বাস করতে পারছি না। ওঁর চেহারাও তো তেমন শক্তিশালী নয়।'
♑চৈতি ঘোষালের সুরেই সুর মিলিয়েছেন উষসী চক্রবর্তী। তিনি এদিন জানান, 'রাঘব বোয়ালরা অধরা থেকে গেল একজন বোড়েকে এভাবে ব্যবহার করে। সঞ্জয় দোষী, কিন্তু তার সঙ্গে যারা ছিল তাদের কারও গায়ে কোনও আঁচড় লাগল না?' চালচিত্র ছবির পুতুল ওরফে তানিকা বসু জানিয়েছেন তিনি বিরক্ত এই রায় শুনে। তাঁর কথায়, 'সঞ্জয় রায়ের কাঁধেই প্রথম থেকে বন্দুক রাখা ছিল। যাঁদের জামিন পাওয়ার তাঁরা ঠিকই জামিন পেয়ে গেল।'
আরও পড়ুন: 💎সইফকে আক্রমণকারীর মতো দেখতে এক ব্যক্তিকে আটক রেলপুলিশের! তদন্তে কী জানা গেল?
ꦍপ্রসঙ্গত গত ৯ অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে কর্মরত এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তারপরই ক্ষোভে ফেটে পড়ে গোটা শহর, রাজ্য দেশ। চলে রাত দখলের মতো আন্দোলন। পথে নামেন চিকিৎসকরা। অবশেষে লড়াইয়ের পর ১৮ জানুয়ারি এই কেসের রায় দিল শিয়ালদা আদালত।