✤ সদ্যই ৮০ বছরে পা দিলেন জাভেদ আখতার। ১৭ জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। এদিন তাঁর জন্মদিন উপলক্ষে তাঁদের বাড়িতে বসেছিল চাঁদের হাট। জমজমাট পার্টিতে বলিউডের অনেকেই এসেছিলেন। আর সেই পার্টির একটি ভিডিয়ো সম্প্রতি দারুণ ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে শঙ্কর মহাদেবন, ফারহান আখতার এবং আমির খান দিল চাহতা হ্যায় ছবির টাইটেল ট্র্যাক গাইছেন।
কী ঘটেছে জাভেদ আখতারের বার্থডে পার্টিতে?
✃জাভেদ আখতার ৮০ বছরে পা দিতে, সেই বিশেষ দিনটি উদযাপন করতে বার্থডে পার্টিতে এসেছিলেন শঙ্কর মহাদেবন, আমির খান, ফারাহ খান সহ বলিউডের আরও অনেকেই। আর দিল চাহতা হ্যায় ছবির অধিকাংশ কলাকুশলী হাজির থাকায় সেই ছবির যেন একটা পুনর্মিলন হয়ে গেল এদিন একটি। আর সেই উপলক্ষে, জাভেদ আখতারকে উদ্দেশ্যে করে সেই ছবির টাইটেল ট্র্যাক গাইলেন শঙ্কর মহাদেবন, ফারহান আখতার এবং আমির খান। প্রসঙ্গত এই ছবিটির পরিচালনা করেছিলেন ফারহান, অভিনয়ে ছিলেন আমির খান, সইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্টা, সোনালি কুলকার্নি, প্রমুখ। এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন শঙ্কর মহাদেবন, এহসান নূরানী এবং লয় ম্যান্ডোসা। আর বলাই বাহুল্য ছবির গান লিখেছেন জাভেদ আখতার। আর তাই তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানানোর এর থেকে ভাল উপায় আর কীই বা হতো!
আরও পড়ুন: 𓆏না জেনেই সইফ আলি খানকে হাসপাতালে পৌঁছান! অটোচালক বললেন, 'ঘাড় পিঠ দিয়ে রক্ত ঝরছিল'
𓆏জাভেদ আখতারের বার্থডে পার্টির আরও একটি ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে ফারাহ খানকে বার্থডে বয়ের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। তাঁদের দুজনকে শাহরুখ খানের ডুপ্লিকেট ছবি থেকে মেরে মেহবুব মেরে সনম গানটিতে নাচতে দেখা যাচ্ছে। পরিচালককে কখনও বর্ষীয়ান লেখকের হাত ধরে ঘুরে ঘুরে নাচতে দেখা যায়, কখনও আবার তাঁরা এই গানের হুক স্টেপ করেন। তো কখনও আবার ঠুমকা লাগাতে ভোলেন না। ভিডিয়োতে একটি জায়গায় জাভেদ আখতারকে জড়িয়ে চুমু খেতেও দেখা যায় ফারাহ খানকে।