𓆏খেলায় খারাপ সময় আসাটা অনেক সূর্য ওঠা আর সূর্য অস্ত যাওয়ার মতো। ক্রিকেট হোক বা ফুটবল, সব খেলাতেই একটা সময় আসে যখন কিছুই ঠিক যেতে চায়না। তেমনটা হয়েছে রোহিত শর্মার সঙ্গেও। জুন মাসের শেষে যে রোহিত ভারতকে টি২০ বিশ্বকাপ এনে দিয়েছেন অধিনায়ক হিসেবে। ১২ বছর পর প্রথম আইসিসির ট্রফির স্বাদ এনে দিয়েছেন, করেছেন প্রতিযোগিতা ভারতের সর্বোচ্চ রান। সেই রোহিতকেই এখন অনেকে ভিলেন বানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজের পর।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হোয়াইটওয়াশ হওয়া নিঃসন্দেহে লজ্জার। অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাসকর ট্রফি ১-৩ ফলে হারাটাও ব্যর্থতার নিদর্শন। কিন্তু তাই বলে সব দোষই একা অধিনায়কের তেমনটা হয়ত নয়। যদিও রোহিতের সময় খারাপ যাচ্ছিল বলে তিনি কাঠগড়ায়। কারণ শেষ স𝓡াতটি টেস্টে তিনি ব্যাট হাতে ২০০র গণ্ডিও টপকাতে পারেন, যে ব্যর্থতা অবশ্য তিনি ঢাকতে পারবেন না।
রোহিত-গৌতমকে সময় দিতে চান যুবরাজ-
যদিও বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাশেই দাঁড়াচ্ছ🏅েন এক সময়ের সতীর্থ রোহিত শর্মার। তাঁর কথায়, ‘আমি সব সময়ই তিন বছর বা পাঁচ বছরে দল কি করল সেদিকে দেখি, গৌতম সবেমাত্র এসেছে, ওর সময় লাগবে। রোহিত শর্মা টি২০ বিশ্বকাপ জিতেছে, ওডিআই ফাইনালেও রোহিতই অধিনায়ক ছিল। মুম্বইকে ও পাঁচটা আইপিএল জিতিয়েছে অধিনায়ক হিসেবে ’।
রোহিতের পক্ষে সওয়াল যুবির-
যুবির মতে রোহিতের সমালোচনা না করে, ভালো কথাও বলা উচিত। ২০০ꦗ৭ এবং ২০১১ বিশ্বকাপে ভারতের নায়ক বলছেন, ‘রোহিত শর্মাকে নিয়ে এত কথা হচ্ছে বটে। কিন্তু ছেলেটা নিজে রান পাচ্ছিল না বলে সিডনিতে শেষ টেস্ট থেকে সরে দাঁড়িয়ে অন্যকে সুযোগ করে দিয়েছে। আর কটা অধিনায়ক অতীতে এই কাজটা করেছে আমায় একটু দেখাও ’।
নিউজিল্যান্ড সিরিজ হার বড় ধাক্কা-
অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে ভারতীয় দল বর্ডার গাভাসকর সিরিজ হেরেছে ১-৩ 🎃ফলে। এগিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। গত দুবারই সেখান থেকে সিরিজ জিতে ফিরেছিল ভারত। যদিও অস্ট্রেলিয়ায় হারকে অপ্রত্যাশিত হিসেবে দেখছেন না যুবরাজ সিং।🥀 তাঁর মতে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হোয়াইটওয়াশ হওয়াটাই বেশি কষ্টকর।
আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াব💜ে! ক🐽োহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
পজিটিভ দিকেই নজর যুবির-
টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে হওয়া বিভিন্ন বিতর্কের ঘটনার মাঝেও অস্ট্রেলিয়া সিরিজ থেকে ইতিচাবক দিকই খুঁজে বের করছেন যুবরাজ। তিনি বলছেꦓন, ‘নীতীশ কুমার রেড্ডি নিজের প্রথম সফরে অসাধারণ শতরান করেছে। আমি জানি না, কতজন এই কাজটা করতে পেরেছে। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই ১৫০র বেশি রান করেছেন যশস্বী জসওয়াল, যেটাও যথেষ্ট সাধুবাদযোগ্য। আমার মনে হয়, এইসব ভালো পারফরমেন্স নিয়েই আমাদের বেশি করে কথা বলা উচিত ’।