ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মৃত্যু হল ৯ জনের। এছাড়াও বেশ কয়েকজন আহত🔴 হয়েছেন। শুক্রবার সকালে মহারাষ্ট্রের। পুণে জেলার নারায়ণগাঁও শহরের কাছে পুণে-নাসিক মহাসড়কে একটি চলন্ত মিনিভ্যানকে ধাক্কা মারে একটি টেম্পো। পরে সেটি একটি বাসকে ধাক্কা মারে। এরফলে ৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশ দ্রুত হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরফলে ওই মহাসড়কে যানজট তৈরি হয়। এরফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তဣিরা ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন, ঘোষণা প্রকল্পের
মিনিভ্যানটি ১৬ জন যাত্রী নিয়ে আলেফাটা থেকে নারায়ণগাঁও যাচ্ছিল। সকাল ৯টা ৪৫ মিনিটে মুক্তাই ধাবার কাছে দ্রুতগামী একটি টেম্পো পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা মারে। তখন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি স্টেট ট্রান্সপোর্ট বাসের পিছনে ধাক্🔯কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিছন দিক দিয়ে টেম্পোর ধাক্কা এবং সামনের দিক দিয়ে বাসের সঙ্গে ধাক্কার ফলে ভ্যানটি মারাত্মকভাবে ✱ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’প্রান্ত থেকে দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। পুলিশ ঘটনার আরও তদন্ত করছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাসে কোনও যাত্রী ছিল না। গ্রামীণ পুলিশের সুপারিনটেনডেন্ট পঙ্কজ দেশমুখ 🐠জানান, দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম হল- দেবুবাই দামু টাকালকার, বিনোদ কেরুভাউ রোকডে, যুবরাজ মহাদেব ওয়াওহাল, চন্দ্রকান্ত কার্ভরি গুঞ্জাল, গী🧸তা বাবুরাও গাওয়ারে, ভাউ রাভাজি বাধে, নাজমা আহমেদ হানিফ শেখ, ওয়াশিফা ওয়াসিম ইনামদার, মনীষা নানাসাহেব পাচারনে। এদের মধ্যে বিনোদ হলেন ভ্যান চালক।
উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি বৃহস্পতিবার জোর দিয়েছিলেন যে ত্রুটিপূর্ণ রাস্তা নির্মাণ হলে জামিন অযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা উচিত। দুর্ঘটনার জন্য রাস্তার ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের দায়বদ্ধ করা এবং তাদের শাস্তির ꦇমুখোমুখি হওয়া নিশ্চিত করা উচিত। মন্ত্রী উল্লেখ করেছিলেন, যে ভারত সড়ক দুর্ঘটনায় বিশ্বব্যাপী প্রথম স্থানে রয়েছে। তারপরেই এমন দুর্ঘটনা। যদিও সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ২০৩০ সালের মধ্যে সড়ক দুর🦹্ঘটনায় প্রাণহানির হার ৫০% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।