১৭ জানুয়ারি ৮০ বছ🦩রে পা দিলেন জাভেদ আখতার। তাঁর জন্মদিন উপলক্ষে তাঁর বাড়িতেই বসেছিল জমজমাট পার্টি। সেখানেই তাঁকে ফারাহ খানের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল।
আরও পড়ুন: না জেনেই সইফ আলি খানকে হাসপাতালে পৌঁছান! অটোচালক বললেন, 'ঘাড় পিঠ দিয়ে রক্ত 🌱🍸ঝরছিল'
জাভেদ আখতারের বার্থডে পার্টিতে ফারাহ খানের নাচ
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে জাভেদ আখতারের বার্থডে পার্টিতে তাঁর সঙ্গেই জমিয়ে নাচছে🦂ন ফারাহ খান। তাঁদের দুজনকে শাহরুখ খানের ডুপ্লিকেট ছবি থেকে মেরে মেহবুব মেরে সনম গানটিতে নাচছেন। পরিচালককে কখনও বর্ষীয়ান লেখকের হাত ধরে ঘুরে ঘুরে নাচতে দেখা যায়। কখনও আবার তাঁরা এই গানের হুক স্টেপ করেন। তো কখনও আবার ঠুমকা লাগান। ভিডিয়োতে একটি জায়গায় জাভেদ আখতারকে জড়িয়ে চুমু খেতেও দেখা যায় ফারাহ খানকে।
এদিন এই ভিডিয়োতে জাভেদ আখতারকে লাল পাঞ্জাবি পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে গলায়🔴 ঝুলছে মাল্টি কালারের ওড়না। অন্যদিক♔ে ফারাহ খান পরেছেন কালো টপ এবং প্যান্ট। পার্টিতে আরও অনেকেই উপস্থিত থাকতে দেখা যায়।
প্রসঙ্গত ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন জাভেদ আখতার। ১৯৭৩ সালে জাঞ্জির ছবির মাধ্যমে স্ক্রিনপ্লে লেখক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তিনি এবং সেলিম খান জুটি বেঁধে কাজ করা শুরু করেন। এরপর তাঁরা এক এক করে দিওয়ার, শোলে, ইত্যাদির মতো একাধিক হিট উপহার দিয়েছেন। জাভেদ আখতার ১৯৯৯ সালে পদ্মশ্রী এবং ২০০৭ সালে পদ্ম ভূষণ সম্মান পান। তবে তিনি তাঁর এই ৮০ বছরের জীবনে নানা সময় ন꧃ানা বিতর্কে জড়িয়েছেন। তালিকায় আছে সেলিম খানের সঙ্গে ঝামেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিয়ে বিতর্কিত মন্তব্য, ইত্যাদি।
আরও পড়ুন: বরের ক্রিকেট দলের মালিকের অন💞্ধ ভক্ত প্রিয়া! রিঙ্কুর হবু বউ বললেন, 'আমি শাহরুখের নতুন ছবি...'