ꦉ সারেগামাপার মঞ্চ দিয়ে উত্থান তাঁর। অল্প দিনেই দর্শকদের নজর এবং মন দুই কেড়ে নেন তিনি তাঁর গান, গুণ দিয়ে। রিয়েলিটি শো শেষ হওয়ার পরও এতটুকু কমেনি জনপ্রিয়তা। কিন্তু তাঁর কাজের পাশাপাশি একই সঙ্গে সবসময় চর্চায় থেকেছে তাঁর ব্যক্তিগত জীবন। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ এবং তারপর মোহর সেনের সঙ্গে বিয়ের পর অনেক কথা শুনতে হয়েছে দুর্নিবারকে। তাঁকে এবং তাঁর দ্বিতীয় স্ত্রী, দুজনকেই সহ্য করতে হয়েছে কটাক্ষ। এতদিন সেই বিষয়ে নীরব থাকলেও এবার মুখ খুললেন গায়ক। কী জানালেন দুর্নিবার?
প্রথম বিয়ে ভাঙা এবং টালমাটাল সময় নিয়ে কী বললেন দুর্নিবার?
🧔এদিন দুর্নিবার সাহা টক বক নামক একটি পডকাস্ট শোতে এসে বলেন, 'আমি জীবনের সেই পর্যায়ে ছিলাম যখন আমার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছিল। আমার আগের বিয়েটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হয়েছিল। অনেক মিথ্যে কথা ছড়িয়েছিল চারিদিক। আমি কখনই এই বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলিনি। সেখানে দাঁড়িয়ে নিজেকে বাঁচিয়ে আনার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করি। আমি আমার সব সেভিংস, যাবতীয় সব কিছু ছেড়ে বেরিয়ে আসি।'
❀তিনি এদিন আরও বলেন, 'ওই সময় গোটা পৃথিবীটা আমার কাছে পুরো অন্ধকারে ঢেকে গেছিল যেন। না কারও সঙ্গে নিজেকে মেলাতে পারছিলাম। না কথা বলে শান্তি পাচ্ছিলাম। সেই সময় মোহর আমার জীবনে যখন আসে, সেটাই আমার প্রথম প্রেম হয়।'
আরও পড়ুন: 🍌না জেনেই সইফ আলি খানকে হাসপাতালে পৌঁছান! অটোচালক বললেন, 'ঘাড় পিঠ দিয়ে রক্ত ঝরছিল'
আরও পড়ুন: ℱ৮০-তে পা দিতেই জাভেদ আখতারের সঙ্গে জমিয়ে ঠুমকা ফারাহর! বার্থডে বয়কে জাপটে ধরে খেলেন চুমুও
ﷺএই বিষয়ে জানিয়ে রাখা ভালো ২০১৭ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়ে সারেন দুর্নিবার। এরপর ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা সামাজিক ভাবে। যদিও সেই নিয়ে বেশিদিন টেকেনি। বছর খানেকের মধ্যেই ইতি পড়ে সেই সম্পর্কে। এরপর ২০২৩ সালের মার্চ মাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি মোহর ওরফে ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেন দুর্নিবার। বর্তমানে তাঁদের একটি ছেলেও আছে।