𒈔 আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নতুন গান তোমার ঘরে বসত করে কয়জনা মুক্তি পেল এদিন। আর রাপূর্ণা ভট্টাচার্যর কণ্ঠে এই গান মুক্তি পেতে না পেতেই দারুণ জনপ্রিয় হয়েছে।
সত্যি বলে সত্যি কিছু নেই ছবির নতুন গান
ꦿসত্যি বলে সত্যি কিছু নেই ছবিটির টিজার এবং ট্রেলারেই গানটির ঝলক নজর কেড়েছিল। এবার মুক্তি পেল গোটা গানটি। তোমার ঘরে বসত করে কয়জনা গানটি বাংলার একটি অতি জনপ্রিয় লোকগান। গানটির লেখক বাংলাদেশের জাহিদ আহমেদ। তিনিই কম্পোজ করেছেন গানটি। এই ছবির জন্য সেই গানকে রিঅ্যারেঞ্জ করেছেন অমিত চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন রাপূর্ণা ভট্টাচার্য। অর্থাৎ যিনি এর আগে টেক্কা ছবিতে তোমায় ছেড়ে যেতে পারলাম কই গানটি গেয়ে তাক লাগিয়েছিলেন। এই গানটির জন্য গিটার বাজিয়েছেন রাহুল দাস।
﷽গানটি মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে ট্রেন্ড করছে। ১৯ নম্বরে আছে। শ্রোতাদের তরফেও দারুণ সাড়া পেয়েছে গানটি। অনেকেই ভীষণ প্রশংসা করেছেন।
কে কী বলছেন?
🍌এক ব্যক্তি এই গান শুনে লেখেন, 'ধন্যবাদ সৃজিত মুখার্জি, সিচুয়েশন হিসেবে গানটি একদম পারফেক্ট! এটা আপনার দ্বারাই সম্ভব।' আরেকজন লেখেন, 'গানটির ব্যবহার শেষ শুনেছিলাম কৌশিক গঙ্গোপাধ্যায়ের আরেকটি প্রেমের গল্পে। আবার নতুন করে ছবিতে গানটির ব্যবহার। দারুণ গেয়েছেন শিল্পী।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'রাপূর্ণার থেকে যতটা প্রত্যাশা ছিল, তার থেকে আরও অনেক ভালো গেয়েছে, ভীষণ ভালো লাগল।' চতুর্থ জন লেখেন, 'ধন্যবাদ গায়িকা রাপূর্না ভট্টাচার্য এত সুন্দর গান গাওয়ার জন্য, আপনার গলায় আলাদাই একটা মাধুর্য আছে।'
সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি প্রসঙ্গে
♚প্রসঙ্গত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। এই ছবিটি এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অনুকরণে বানানো। মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুহত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, প্রমুখকে দেখা যাবে। SVF প্রযোজনা করেছে এই ছবির।