💖 ২০০০ সালে রিফিউজি সিনেমার হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন অভিষেক বচ্চন। ২০২৫, অর্থাৎ প্রায় ২৫ বছর কাটিয়ে পেলেন তিনি এই ইন্ডাস্ট্রিতে। দীর্ঘ ২৫ বছরে ঠিক কি উপলব্ধি করলেন তিনি?
🌼সম্প্রতি সিএনবিসি-এর সাথে কথোপকথনের সময় বলিউডে ২৫ বছর কাটানো প্রসঙ্গে অভিষেক বলেন, আমি এই মুহূর্তে আমার কেরিয়ারের ক্লাইম্যাক্স-এ দাঁড়িয়ে আছি। ২৫ বছর ইন্ডাস্ট্রিতে আছি আমি। এই ২৫ বছরে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে আমার। তবে আমার মনে হয় একটি নতুন পর্ব শুরু হতে চলেছে আমার জীবনে। ২০২৫ ভীষণ ভালো সংখ্যা, আশা করি সবকিছু ভাল হবে।
আরও পড়ুন:ꦗ ‘রোশন পরিবার স্বজনপ্রীতি তো...’ রাকেশ রোশন সম্পর্কে কী বললেন প্রিয়াঙ্কা চোপড়া?
𝄹অভিষেক আরও বলেন, ২৫ সংখ্যাটা হল ৫০ সংখ্যার অর্ধেক। বুঝতেই পারছেন, আমি কি বলতে চাইছি। কেরিয়ারের অর্ধেক সময় আমার কেমন কেটেছে, সেটা প্রায় সকলেরই জানা। আশা করি নতুন ইনিংস খুব ভালো শুরু করতে পারব আমি। তবে আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার পেছনে সমস্ত অবদান আমার পরিবারের। আমার পরিবারের সদস্যদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ আমার কাছে।
൩অভিষেক এই নামটি নিয়ে তিনি বলেন, আমার নাম নিয়ে আমি ভীষণ গর্বিত কারণ এটি আমার দাদা দিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে আমার ধারাবাহিকতা বজায় রাখতে যা করার সবই আমি করব। আমার মেয়েও যদি এই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাকে সব রকম ভাবে সাহায্য করব আমি। চেষ্টা করব, সে যাতে জীবনে উন্নতি করতে পারে।
🔯প্রসঙ্গত, ‘রিফিউজি’ সিনেমায় অভিষেকের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কাপুর। এই সিনেমায় অভিনয় করার জন্য ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমাটি ছেড়ে দিয়েছিলেন করিনা। যদিও ভাগ্যের ফেরে ‘কহো না পেয়ার হ্যায়’ বক্স অফিসে দুর্দান্ত ফলাফল করেছিল, অন্যদিকে ‘রিফিউজি’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।
আরও পড়ুন:꧒ আরকে ফিল্ম ফেস্টিভ্যালে রণবীরকে লুকিয়ে আলিয়াকে কী বললেন কার্তিক?
আরও পড়ুন: 🧸বাবা হাসপাতালে, এর মধ্যেই সিনেমার শ্যুটিং শুরু করলেন ইব্রাহিম! কোন ছবিতে দেখা মিলবে সইফ-পুত্রের?
🍷‘রিফিউজি’ বক্স অফিসে ভালো ফলাফল না করতে পারলেও এই সিনেমায় অভিনয় করে অভিষেক ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন। ২০০৪ সালে মনি রত্নম পরিচালিত ‘যুবা’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। ২০২৪ সালে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন অভিষেক, যেখানে একজন পিতার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।