♕ ফের চর্চায় আমেরিকার এইচ-১বি ভিসা। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, এই ভিসা এবং সেই সংক্রান্ত আইন নিয়ে এবার একটি সংশোধনী প্রস্তাব পেশ করা হয়েছে মার্কিন সেনেটে। সেটি পেশ করেছেন প্রবীণ সেনেটর বার্নি স্যান্ডার্স।
🤪বার্নি স্যান্ডার্সের অভিযোগ, বর্তমানে মূলত একটি কারণেই এইচ-১বি ভিসা ব্যবহার করছে আমেরিকার নামী ও দামি সংস্থাগুলি। তারা বেশি মাইনের মার্কিন কর্মচারীর বদলে বিদেশ থেকে কম মাইনের কর্মীদের কার্যত ভাড়া করে নিয়ে আসছে।
🐠সেনেটর স্যান্ডার্স আরও মনে করেন, মুখে যাই বলা হোক না কেন, এইচ-১বি ভিসা মোটেও 'সেরা' কর্মীদের নিয়োগের কাজে ব্যবহার করা হচ্ছে না। এই ভিসা ব্যবহার করে আদতে মার্কিন কর্মীদের বদলে বিদেশি কর্মীদের কাজ দেওয়া হচ্ছে। এবং সেটাও অনেক কম পারিশ্রমিকের বিনিময়ে।
ꦉশুধু তাই নয়। বহু ক্ষেত্রেই দেখা যায়, বিদেশ থেকে আসা এই কর্মীদের সঙ্গে অত্যন্ত অমানবিক আচরণ করা হচ্ছে। এমনকী, তাঁদের সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্যান্ডার্স।
♚তাঁর যুক্তি, এভাবে আদতে লাভ হচ্ছে বিভিন্ন নামী দামি সংস্থার ধনকুবের মালিকদের। তাঁরা অনেক কম অর্থ খরচ করেই নিজেদের কাজ আদায় করে নিচ্ছেন। তাই এইচ-১বি ভিসা আইনে সংশোধন ও সংস্কার প্রয়োজন বলে মনে করেন বার্নি স্যান্ডার্স।
🀅এমনকী, এই ইস্যুতে তিনি সরাসরি টেসলা কর্ণধার ইলন মাস্ক এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী বিবেক রামাস্বামীকে চ্যালেঞ্জ করেন। তাঁরা দু'জনই এইচ-১বি ভিসার কট্টর সমর্থক। তাঁদের এই সমর্থনের প্রকৃত কারণ নিয়েই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্যান্ডার্স।
ꦺতিনি প্রশ্ন তোলেন, টেসলা কেন এক ধাক্কায় অসংখ্য মার্কিন কর্মীকে ছাঁটাই করে সেই জায়গায় এইচ-১বি ভিসাধারী কর্মীদের নিয়োগ করল?
ಞরীতিমতো উদাহরণ তুলে ধরে সেনেটর স্যান্ডার্স বলেন, টেসলা একজন মার্কিন নাগরিক বা মার্কিন কর্মীকে কোনও একটি নির্দিষ্ট পদে যে পরিমাণ বেতন দিত, তাঁকে ছাঁটাই করে সেই একই পদে একজন এইচ-১বি ভিসাধারীকে সেই তুলনায় অনেক কম বেতনে নিয়োগ করেছে। এমন উদাহরণ ভূরি ভূরি রয়েছে বলেও জানিয়েছেন স্যান্ডার্স।
𝔉তাঁর অভিযোগ, বড় সংস্থাগুলি ব্যাপকভাবে এইচ-১বি ভিসার অপব্যবহার করছে। তারা মোটেও দক্ষ বা সেরা কর্মীদের আমেরিকায় আনছে না। বদলে শ্রম খাতে নিজেদের খরচ বিপুল পরিমাণ কমিয়ে ফেলছে।
💛স্যান্ডার্সের আরও গুরুতর অভিযোগ হল, বর্তমানে যে আইন রয়েছে, সেই আইন অনুসারে - এইচ-১বি ভিসাধারীরা আমেরিকায় আসার পর বাধ্য হন কম বেতনে চাকরি করতে। এমনকী, তাঁরা যদি কাজের পরিবেশ বা নির্যাতন নিয়ে কোনও অভিযোগ করেন, তাহলে তাঁদের ভিসা কেড়ে পর্যন্ত নেওয়া হয়!
𝓡স্যান্ডার্সের বক্তব্য, এইচ-১বি ভিসা আইনে সংশোধন করা হলে এই অব্য়বস্থা অবশ্যই বন্ধ হবে। তিনি মূলত যে বিষয়গুলিতে সংশোধনী আনার প্রস্তাব দিয়েছেন, সেগুলি হল -
ꦬসংশ্লিষ্ট সংস্থাগুলি বর্তমানে এইচ-১বি ভিসার জন্য যে ফিজ দিচ্ছে, তা দ্বিগুণ করতে হবে। এর ফলে স্টেম ফিল্ডে মার্কিন পড়ুয়াদের জন্য প্রায় ৩৭০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবস্থা করা যাবে।
🧜এই ভিসা নিয়ে যাঁরা চাকরি করতে আসবেন, তাঁদের অন্তত স্থানীয় মজুরি হিসাবে বেতন নির্ধারণ করতে হবে।
💜মার্কিন কর্মীদের ছাঁটাই করে সেই জায়গায় এইচ-১বি ভিসাধারী কোনও কর্মী নিয়োগ করা যাবে না।