প্রেমিক দীপঙ্কর দে-র সঙ্গে বিয়ে ছবি ও ভ𝓰িডিয়ো পোস্ট করে নতুন বছরের শুরুতেই সকলকে চমক দিয়েছিলেন ছোট পর্দার ‘মিশকা’ অহনা দত্ত। আর এবার শীতের সকালে স্বামীর সঙ্গে বিছানায় শুয়ে নিজের বেশ ঘনিষ্ট ছবি শেয়ার করলেন অহনা।
রবিবারে স্যোশাল মিডিয়ায় বরের সঙ্গে একটি ঘনিষ্ট ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায় শীতের সকালে এক চাদরের নীচে একে অপরকে বেশ ঘনিষ্ট ভাবে জড়িয়ে অহনা ও দীপঙ্কর। বরের ভালোবাসায় বুঁদ অভিনেত্রী উষ্ণতার আরামে চোখ বুজে রয়েছেন। ছবিটি স্টোরিতে শেয়ার করে অহনা লিখেছে✃ন, 'শুভ সকাল'।
আরও পড়ুন: লাখো মহিলা ভক্তের মন ভেঙে গোপনে বিয়ে, চিꦆনুন দর্শন রাওয়ালের সুন্দরী বউকে
প্রসঙ্গত, অহনাকে বর্তমানে 'অনুরাগের ছোঁয়া' মেগাতে খলনায়কা 'মিশকা সেন'-এর চরিত্রে দেখা যাচ্ছে। এই মেগার হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। তবে তাঁর আগে অবশ্য মায়ের সঙ্গে 'ডান্স বাংলা ডান্স' -এর প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু মেগায় কাজ করতে এসেই ডিভোর্সি দীপঙ্করের প্রেমে পড়েন তিনি। আর সেখান থেকেই মায়ের সঙ্গে সমস্যা সৃষ্টি হয়। দীপঙ্কর পেশায় মেকআপ আর্টি☂স্ট। বাড়ি ছেড়ে এসে দীপঙ্করের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। সম্পর্ক নিয়ে শুরু থেকেই কোনও লুকোছাপা করেননি অহনা।
তবে বিয়ের ক্ষেত্রে বেশ অনেকটা গোপনীয়তা বজায় রেখেছিলেন তিনি। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর নাকি তাঁরা বিয়ে সেরেছিলেন। ১ বছরের বেশি সময় এই সুখবরটাই চেপে♉ রেখেছিলেন সকলের থেকে। প্রথম থেকেই ভালোবাসার কারণে মায়ের সঙ্গে দূরত্ব এসেছিল অহনার। এমনকী, নিজের মেয়ে, ও মেয়ের প্রেমিকের নামে চাঁদনী মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়াতে ও সংবাদমা𓃲ধ্যমের কাছে।
আরও পড়ুন: পল্লবীর পর্দার বরের বিয়ে! ‘🍃সাজও🌳 আলাদা হবে…’ সৃজনের বিয়ে নিয়ে উত্তেজিত 'পর্ণা'
তবে, সব অভিযোগকে নস্যাৎ করে, অনলাইনে ট্রোলারদের মুখে ছাই দিয়ে, দু বছরের বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে। কিন্🦩তু বিয়ের ক্ষেত্রে কেন এত গোপনতা? সেই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে অহনা বলেন, 'আমরা একসঙ্গে থাকার প্রথম দিন থেকেই, অর্থাৎ টালিগঞ্জে থাকাকালীনই জানতাম এটা কোনো ছেলেখেলা হচ্ছে না। আমরা বিয়ে করে নেব জলদি। দু' বছরে আমরা প্রমাণ করতে পেরেছি যে, আমরা সত্যিই একে-অপরকে ভালোবাসি।'
উল্লেখ্য, অহনা ইতিমধ্যেই বড় পর্দাতেও কাজ করেছেন, তাও আবার ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে। রাজ চক্রবর্তীর ‘সন্তান’ ছবির হাত ধরেই বড় পর্দায় নায়িকার ডেভিউ হয়েছে। তিনি এবং ঋত্বিক ছাড়াও এই ছবিতে ছিলেন মিঠুন চক্রবর্🐬তী। ছবিতে অহনাকে তাঁর বৌমার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। তাছাড়াও ছবিতে ছিলেন অনুসূয়া মজুমদার ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিটি ২০২৪-এর বড়দিনের সময় মুক্তি পেয়েছিল।