বিদ্রোহী কবি নজরুল ইসলামের সবচেয়ে ছোট নাতি বিস্ফোরণে আহত হলেন বাংলাদেশে। সম্প্রতি বিদ্রোহী কবি নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশ। তবে সেই সম্মানের কয়েকদিনের মধ্যেই অন্য এক ঘটনার জেরে শঙ্কার কালো মেঘে ছেয়ে গিয়েছে কাজী পরিবারের আকাশ। জানা গিয়েছে, গ্যাস লাইটার বিস্ফোরণের কারণে আহত হন নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। তাঁর শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে শনিবার সকাল পৌনে ৭টায় আশঙ্কজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল তাঁকে। আপাতত তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: 🐲সীমান্তে BSF-কে আটকে 'ভুল' করছে BGB, কার্যত মানলেন বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টা)
আরও পড়ুন: ꦓবিকট আওয়াজে ঢুবতে শুরু করে বাংলাদেশি জাহাজ, সাহায্যের হাত বাড়িয়ে দিল এপার বাংলা
বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক শাওন বিন রহমান জানান, শনিবার ভোর পাঁচটার দিকে বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হয়েছেন বাবুল কাজী। তাঁর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছে। এমনকী তাঁর শ্বাসনালীও পুড়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এজন্য তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই ভেন্টিলেশনে আছেন তিনি। তাঁর জন্যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের। সেই দলে ১৬ জন চিকিৎসক আছেন বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: 𒐪শীঘ্রই মোদীর কাছে আসতে পারে হোয়াইট হাউজের আমন্ত্রণ, ভারত সফরে আসতে পারেন ট্রাম্প)
পরিবারের সদস্যরা জানান, ভোরে বাথরুমে ঢুকে ধূমপানের জন্যে লাইটার জ্বালিয়েছিলেন বাবুল। সেই সময়ই লাইটার বিস্ফোরণ ঘটে। ঘর বন্ধ থাকায় হয়ত অন্য কোনও গ্যাসও জমে ছিল ঘরে। এর জেরে লাইটারের বিস্ফোরণেই এত গুরুতর ভাবে জখম হন বিদ্রোহী কবির নাতি। বাবুলের বোন খিলখিল এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যান। (আরও পড়ুন: 🔥'সীমান্তে একটি বাংলাদেশি লাশ পড়লে ভারতে ফেলা হবে দু'টি', হুঁশিয়ারি এল ওপার থেকে)
আরও পড়ুন: ⛎ফের পডকাস্টে মোদী, মুখোমুখি হবেন লেক্স ফ্রিডম্যানের, কে এই মার্কিনি?
✤উল্লেখ্য, ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। ২৫ বছর বয়সে তিনি কলকাতায় প্রমীলা দেবিকে বিয়ে করেছিলেন। তাঁদের চার সন্তান হয়েছিল। তাঁধের তৃতীয় সন্তান কাজী সব্যসাচীর সবচেয়ে ছোট ছেলে হলেন বাবুল। কাজী নজরুল ইসলামের চতুর্থ সন্তান কাজী অনিরুদ্ধের পরিবারের বসবাস করেন এপার বাংলায়। এদিকে কাজী অনিরুদ্ধের পরিবারের বসবাস করেন কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম। সম্প্রতি বাংলাদেশের অবস্থা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, 'আজ যদি কবি জীবিত থাকতেন, তাহলে হয়তো বাংলাদেশের তরফে তাঁকে যে 'জাতীয় কবি'র সম্মান প্রদান করা হয়েছিল, তা তিনি ফিরিয়ে দিতেন।'