আর হাতে⛄ গোনা কয়েকটি দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় মুক্তি পাচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। এই প্রথম সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন সৌরসেনী মৈত্র। সেই অভিজ্ঞতা থেকে নিজের সম্পর্কে রটা গুজব যা আদতেও সত্যি নয় সেসব নিয়ে হিন্দুস্থান টাইমস বাংলাকে কী জানালেন অভিনেত্রী?
সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ। অভিজ্ঞতা কেমন?
সৌরসেনী: অধিকাংশ অভিনেতা, অভিনেত্রীরাই হয়তো চান যে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে যেন অন্তত একবার কাজ করতে পারেন, আমি তো ভীষণ রকম চাইতাম। কিন্তু এখন কাজটা হওয়ার পর আমি বারবার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ♔্গে কাজ করতে চাই, কারণ উনি একজন ভীষণ ভালো গাইড। যেভাবে উনি ছবিটা সামলেছেন... আর উনি কী চাইছেন, কীভাবে দেখেছেন জিনিসটা সেটা ওঁর কাছে খুব স্পষ্ট। ফলে উনি অন্যকে যখন সেটা বোঝান তখন সেটা বুঝে নিতে খুব সুবিধা হয়। সহজ হয়। সৃজিতদা আমায় যে ‘অরুন্ধতী’র চরিত্র দিয়েছেন বা এই ১২ জন অভিনেতার মধ্যে আমাকেও কাস্ট করেছেন সেটার জন্য আমি ওঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব।
শুনেছি সেটে নাকি ভীষণ কড়া সৃজিত মুখোপাধ্যায়? বকাঝকা করেন?
সৌরসেনী: এটা সত্যি যে উনি ভ🌠ীষণ কড়া থাকেন সেটে। আমার এটা ওঁর সঙ্গে প্রথম কাজ, কিন্তু বাকি যাঁরা ওঁর সঙ্গে আগে কাজ করেছেন তাঁরা বললেন উনি আগের থেকে অনেক শান্ত, নরম হয়েছেন। আগে অনেক বকাবকি করতেন। আমি খুব ভয় ভয়ে থাকতাম যে আমি যদি একটুও ভুল করি তাহলে তো সবার সামনে অপমান করবেন হয়তো। কিন্তু অমন কিছুই হয়নি।
আপনার চরিত্রটা নিয়ে যদি একটু বলেন।
সৌরসেনী: বেশি কিছু বলতে পারব না। তবে ‘অরুন্ধতী’ একজন চলচ্চিত্র নির্মাতা। সে লাভ জিহাদের ছবি দেখতে ভালোবাসে। ফিল্ম ফেস্টিভালে যেতে ভালোবাসে। আর এই চরিত্রের নিজের একটা ভাবনা আছে, ধারণা আছে যে পুরুষরা সমস্ত নষ্টের গোড়া। তাই আজকালকার ভাষাౠয় এই চরিত্রটাকে ফেম🔴িনাৎজি বলতে পারি।
সুযোগটা কীভাবে আসে?
সৌরসেনী: অনে🧜কদিন ধরেই সৃজিতদার সঙ্গে কথা হচ্ছিল যে, ‘কী গো তুমি তো কাজ দিলে না’। তো হঠাৎ করেই একদিন সৃজিতদা বলেন অমুক সময় SVF-এর অফিসে পৌঁছে যেও। আর কিচ্ছু বলেননি। আর আমি তো এদিকে টেনশনে। খালি বলছি যে ‘কী ব্যাপার, কিছু তো বলো’। কিন্তু উনি কিছু বলেননি। পরে শুনলাম কাউকেই কিছু বলা হয়নি। আমি সময় ম🧔তো ওখানে পৌঁছাই, তারপর দেখি সবাই এক এক করে আসছেন। যাঁরা যাঁরা এই ছবির অভিনেতা তাঁরা সবাই যেমন ভীষণ ভালো মানুষ, তেমন দারুণ ভালো অভিনেতা। একজন একজন অভিনয়ের ইনস্টিটিউশন। তখন সবাইকে দেখে অনেক অনেক আনন্দ হয়েছিল।
গোটা টিমের মধ্যে কার সঙ্গে বেশি বন্ধুত্ব জমলো?
সৌরসেনী: অনেক সময় বড় স্টারকাস্ট থাকলেও কারও সঙ্গে অনেক লম্বা সিন থাকে, আবার কারও সঙ্গে থাকে না। বা কম সিন থাকে। কিন্🐬তু এখা🔴নে ১২ জন রোজ একসঙ্গে পার্ট করেছি। তো এটা একটা ফ্যামিলি বন্ডিং মতো হয়ে গিয়েছে সবার সঙ্গে। আর গোটা টিমের সবাই একই রকম ভাবে ভালো। ওই বাড়িতে বা পাড়ায় বড়দা, মেজদা, ছোড়দা থাকে না, আমাদের টিমেও তাই হয়ে গিয়েছিল।
সৌরসেনী কি নিজে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ কথায় বিশ্বাস করেন?
সৌরসেনী: আলটিমেট ট্রুথ তো একটা থাকেই। কিন্তু সত্যিটা অনেক সময় দেখার উপর নির💮্ভর করে যে কে কোন জিনিসটা কীভাবে দেখছে। কিন্তু 🅘যেটা আলটিমেট ট্রুথ সেটা তো সত্যিই থাকে। বাকিটা দেখার ভঙ্গির উপর নির্ভর করে। যেটা আপনার কাছে সত্যি সেটা হয়তো আমার কাছে নয়। আর আমার কাছে যেটা সত্যি, সেটা আপনার কাছে নয়। কিন্তু তাই বলে যেটা আসল সত্যি সেটা তো সত্যিই থাকবে।
সৌরসেনীর কাছের আলটিমেট ট্রুথ কী?
সৌরসেনী: বাস্তব। আমাদের বাস্তব, জন্ম, মৃত্যু এর থেকে সত্যি আর কী হতে পারে। ঈশ্বর🍬ের সৃষ্টি সত্যি। আগামী কাল একটা নতু🌞ন দিন, এর থেকে বড় সত্যি হয় না।
আরও পড়ুন: বক্স অফিসে খরা কা🍷টল কঙ্গনার! দ্বিতীয় দিনেও জমাটি ব্যবসা ইমারজেন্সির, কত লক্ষ্মীলাভ হল?
আপনাকে নিয়ে রটা কোনও কথা যা সবাই সত্যি বলে বিশ্বাস করে কিন্তু আদতে সেটা সত্যি নয়। কী সেই জিনিস?
সৌরসেনী: আমি প্রচুর প্রেম করি। (হাসি) আমি ঘনঘন প্রেমে পড়ি। কিন্তু আমার জীবনটা এত রঙিন নয়, বিশ্বাস করুন। লোকজন বা মিডিয়া যতটা মনে করে, ভাবে আমার জীবন ঠিক ততটা রঙ෴িন নয়। আমার এসব দেখে মজা লাগে। বিনোদন পাই। কিন্তু বাཧস্তব এটা নয়।
এমন গুঞ্জন রটলে কী মনে হয়?
সৌরসেনী: আমরা যেহেতু পাবলিক ফ♐িগার সেহেতু আমাদের নিয়ে চর্চা তো হবেই। কিন্তু আমি একজন শিল্পী, তাই আমি আমার কাজটা নিয়েই ভাবব। আর ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চাই। লোকজন যদি আমায় নিয়ে কথা বলে মজা পায় তো বলু🐼ক।
আরও পড়ুন: ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক করেই বান্দ্রা কোর্টে পেশ সইফের হামলাকꦉারীকে! কতদিনের পুলিশ কাস্টডি হল?
বছরের শুরুতেই এমন একটা ছবি, আগামীতে আর কোন কোন কাজে দেখা যাবে?
সৌরসেনী: উইন্ডোজের ‘আমার বস’ ছবিতে দেখতে পাবেন। এছাড়া এখন একটি শোয়ের শ্যুটিং করছি এখন সে🔜টাও আসবে। ২৩ তারিখ (জানুয়ারি) সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তি পাচ্ছে। আর ঠিক তার পরদিনই, ২৪ তারিখ আমার একটা হিন্দি ছবি আসছে, ‘সুইট ড্রিমস’ বলে। ওটা হটস্টারে দেখা যাবে। এছাড়া ‘শালী মহব্বত’ বলে একটি ছবি করেছি সেটা গোয়ায় ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছে। তো আশা করা যায় সেই ছব🍷িটিও এই বছরই মুক্তি পাবে।