ꦑ ওয়াংখেড়ে স্টেডিয়ামের পঞ্চাশতম বার্ষিকীতে মহারাষ্ট্রের এই ক্রিকেট মাঠে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যেখানে গিয়েই হিটম্যান জানিয়ে দিলেন তার দল কিন্তু মুখিয়ে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো পারফরমেন্স করার বিষয়। গত দুই আইসিসি সীমিত ওভারের ট্রফিতে ভারতীয় দলের পারফরমেন্স খুবই ভালো।২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেছিল রোহিত শর্মার ভারত। এরপর গত বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপও বিদেশের মাটিতে জেতে মেন ইন ব্লুজরা।
এবার পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি🌼 চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় দলের ম্যাচগুলো হবে দুবাইতে, সেখানে ভারতীয় দলের ট্রাক রেকর্ড খুব ভালো না হলেও আইসিসি ইভেন্টে পূর্ণ শক্তির দল নিয়ে ঝাপাচ্ছে টিম ইন্ডিয়া। আশা করা যাচ্ছে মহাম্মদ শামির প্রত্যাবর্তনের পাশাপাশি জসপ্রীত বুমরাহও খেলতে পারবেন। তবে রোহিত শর্মা যথেষ্ট আশাবাদী দলের ভালো পারফরমেন্সের বিষয়। ক্রিকেটাররা যে নিজেদের সেরাটা দেবেন তাও জানিয়ে দিলেন হিটম্যান।
টিম ইন্ডিয়া🔯র ক্যাপ্টেন বলছেন, ‘ আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। ভারতীয় দলের হয়ে আইসিসি যে কোন ইভেন্টেই প্রতিনিধিত্ব করা আমাদের জন্য স্বপ্নের মত। আমি নিশ্চিত আমরা যখন দুবাইতে পৌঁছাব ১৪০ কোটি মানুষই আমাদের পেছনে থাকবে। আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে আরো একবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ট্রফি নিয়ে ফিরতে’। দেখে নিন রোহিত শর্মার সেই বক্তব্যের ভিডিয়ো।
সাম্প্রতিক সময় নিউজিল্যান্ড𒁃 এবং অস্ট্রেলিয়া বিপক্ষে বর্ডার ট্রফিতে হারের পর থেকেই ভারতীয় দলের অন্দরে একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে। যদিও পুরো বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে না দেখে, অন্দরমহলের আবহাওয়া ঠান্ডা রাখার চেষ্টা করেছে রোহিত শর্মা। এদিকে নির্দেশিকা জারি করে দিয়েছে বিসিসিআই, ফলে একপ্রকার ক্রিকেটাররাও চাপের মধ্যেই রয়েছেন সেরা পারফরমেন্স দেওয়ার জন্য। রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো তারকারা রয়েছেন কেরিয়ারের পড়ন্ত লগ্নে। কিন্তু দলে নিজেদের স্থান পাকা করতে গেলে এবং নিজেরা দলে কতটা অপরিহার্য সেটা বোঝাতে গেলে যশস্বী জসওয়াল, শুভমন গিল, শ্রেয়স আইয়াদেরও নিজেদের নামের প্রতি সুবিচার করে পারফরম্যান্স করে দেখাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে ভারতীয় দলের ভবিষ্যৎ কিন্তু রয়েছে শক্ত হাতেই আছে।