ক্যানসার থাবা বসিয়েছে পরিচালক শৌনক সেনের শরীরে! ꧅এদিন হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করে নিজেই অনুরাগীদের সেই খবর জানালেন অল দ্যাট ব্রিথস ছবির পরিচালক। একই সঙ্গে জানালেন তিনি এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।
কী ঘটেছে?
একাধিক পুরস্কার জয়ী পরিচালক শৌনক সেন জানিয়েছেন সম্প্রতি তাঁর দেহে একটি ম্যালিগন্যান্ট টিউমার পাওয়া যায়। কিডনিতে ছিল এই টিউমার। তবে স✱েটাকে কেটে ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। এখন তিনি ধীরে ধীর🎶ে সুস্থ হয়ে উঠছেন।
শৌনক এদিন সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। পরনে হাসপাতালের পোশাক। রক ইঙ্গিত দিচ্ছেন দুই হাতে। তাঁর পাশে তাঁর বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ছবিতে। জানা গিয়েছে তাঁর পরিচালক বন্ধু মীরা নায়ার এবং তিলোত্তমা সোম এসেছিলেন তাঁকে হাসপাতালে দেখতেꦇ।
নিজের অসুস্থতার কথা জানিয়ে এদিন শৌনক লেখেন, 'একটু অদ্ভুত একটা আপডেট। অক্টোবরের শেষে একটা চেকআপের সময় একটা শকিং জিনিস ধরা পড়ে। রুটিন স্ক্যানে দেখা𝕴 যায় আমার কিডনিতে একটি টিউমার আছে। আকাশ থেকে পড়ি এই খবরটা পড়ি। আমার কিডনি সংক্রান্ত কোনও লক্ষণ ছিল না, পরিবারের কারও এমন হয়নি, মদ বা সিগারেট খাওয়ার তেমন কোনও ইতিহাস নেই আমার তাও হয়েছিল। ধরা পড়তেই দ্রুত অপারেশনের জন্য বলা হয়।'
তিনি এদিন আরও বলেন, 'গত ২৬ জানুয়ারি আমার কিডনির একটা অংশ কেটে বাদ দেওয়া হয়। সফল হয়েছে সেই অপারেশন। ক্যানসারকে আমার দেহ থেকে বাদ দেওয়া গিয়েছ। হঠাৎ করে এটা ধরা পড়া আখেরে যেন একটা লুকানো আশীর্বাদ। অনেক আর্লি স্টেজে ধরা পড়েছিল। ধীরে ধীরে এখন সুস্থ হচ্ছি। শক্তি ফিরে 🤪পাচ্ছি।'
আরও পড়ুন: প্রথমে সিঁড়ি তারপর পাইপ বেয়ে ১২ তলায় উঠেছিল সইফেꦰর হামলাকারী! ত🎐দন্তে উঠে এল আর কোন তথ্য?
এই বিষয়ে বলে রাখা ভালো, শৌনক সেন পরিচালিত অল দ্যাট ব্রিথস ছবিটি ২𓆉০২৩ সালে রীতিমত হইচই ফেলে দিয়েছিল। তাঁর এই ডকুমেন্টারি ছবিতে উঠে এসেছিল দুই ভাইয়ের কথা যাঁরা পাখিদের বাঁচায়। ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডসে ছবিটি মনোনীত হয়েছিল। কিন্তু জিততে পারেনি। তবে এই ছবিটি ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি সহ একাধিক পুরস্কার পেয়েছে।