♋ বিরল ঘটনা দেখা গেল আইলিগে। এমন কাণ্ড ঘটালেন এই ম্যাচের রেফারি যে প্রশ্ন উঠে গেল ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েই। আইলিগ কি আদৌ ফুটবলের জন্য খেলা হচ্ছে, নাকি বুকে এবং বেটিং চক্রের সঙ্গে যুক্তদের আর্থিক লাভ করানোর জন্যই খেলা হচ্ছে ভারতীয় ফেডারেশনের এই লিগে, ঘুরিয়ে এই প্রশ্নই তুলে দিলেন দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ।
𓃲আইলিগের তো বটেই বিশ্বফুটবলেও অতীতে এমন খারাপ রেফারিং দেখা গেছে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ন্যয্য গোল দিলেন না রেফারি। ভিডিয়োতে স্পষ্ট দেখা গেল বল স্রেফ গোল লাইনই ক্রিস করেনি, বল পুরো গোলের ভিতর প্রায় ১মিটারের বেশি ঢুকে গেছিল।
🧜আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
ꦗরিয়াল কাশ্মীর বনাম স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর ম্যাচ ছিল রবিবার। খেলা হচ্ছিল কাশ্মীরের মাঠে, অর্থাৎ রিয়ালের হোম ম্যাচ। সেখানেই ৩৭ মিনিটে গোল করেছিল কাশ্মীর, কিন্তু বল গোলের ভিতর অনেকটা ঢুকে গেলেও রেফারি সেই গোল দেননি। অবাক হয়ে কাশ্মীরের দলটির ফুটবলাররা প্রতিবাদ জানান লাইনসম্যানের কাছে গিয়েও। কিন্তু রেফারি কর্ণপাত করেননি।
🍸এই অদ্ভূত ঘটনা দেখে কিছুটা সন্দেহ হচ্ছে দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজের। দিনের আলোর মতো স্পষ্ট গোলও না দেওয়ায় তাঁর প্রশ্ন, ‘এটা কীভাবে গোল নয়? মিস্টার ট্রেভর কেটল, এটাও কি গোল নয়? আমি বিশ্বাসই করতে পারছি না, যে এটা ম্যাচ ফিক্সিং নয়। এআইএফএফ আইলিগের রেফারিরা এখন এই কাজ করছে, আর কবে রেফারিদের থেকে জবাব চাইলে ফেডারেশন? ’।
🀅এর আগে ইস্টবেঙ্গল দাবি করেছিল তাঁদের পেনাল্টি দেওয়া হয়নি ডার্বিকে। পঞ্জাব এফসিও সরাসরি হুমকি দিয়েছিল, খারাপ রেফারিং চললে তাঁরা দল তুলে নেওয়ার কথা ভাববে। যদিও ফেডারেশনের চিফ রেফারিং অফিসার সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন ইস্টবেঙ্গল দাবি ভুল। কিন্তু গোলের এক মিটার ভিতরে যাওয়া বলও কীভাবে রেফারি, লাইনসম্যানরা গোল দিলেন না? এই প্রশ্নের উত্তর ট্রেভর কেটল দেবেন কীভাবে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।