꧒ শুক্রবার ‘সেমিকন ২০২৩ ইন্ডিয়া’ কনফারেন্স-এ যোগ দিতে গুজরাটের গান্ধীনগরে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। ফক্সকনের প্রধান ইয়ং লিউও সেখানে ছিলেন উপস্থিত। এরপর শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাদা করে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, সদ্য ‘বেন্দান্ত-ফক্সকন সেমিকন্ডাক্টার লিমিটেড’ যৌথ উদ্যোগ থেকে তাইওয়ানের এই সংস্থা নিজেদের সরিয়ে নেয়। তারপরই মোদীর সঙ্গে ফক্সকন প্রধানের বৈঠক বেশ প্রাসঙ্গিক হয়ে ওঠে।
𝄹২০ বিলিয়ন মার্কিন ডলারের এই উদ্যোগে ভারতে চিপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগ থেকে তাইওয়ানের তাবড় সংস্থার নিজেকে সরিয়ে নেওয়ার ঘটনা এশিয়া তথা বিশ্ব বাণিজ্যিক বৃত্তেও বেশ প্রাসঙ্গিক হয়ে পড়ে। যদিও এই 'টেক জায়েন্ট' দাবি করছে, তারা নিজেদের মতো করে ভারতে একটি সেমিকন্ডাক্টার উৎপাদনের একটি কারখানা তৈরির চেষ্টা করছে। ফক্সকন প্রধান এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে বৈঠকের ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করেছে। সেখানে লেখা, প্রধানমন্ত্রী ভারতে সেমিকন্ডাক্টর এবং চিপ উত্পাদন ক্ষমতা সম্প্রসারণের জন্য ফক্সকনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। ভারতে সেমিকন্ডাক্টার তৈরির বিষয়ে সংস্থা যে আগ্রহী তা তারা জানিয়ে দিয়েছে। ফক্সকন তার টুইটেও মোদীর সঙ্গে ফক্সকন প্রধান ইয়ং লিউয়ের এই সাক্ষাতের ঘটনাকে স্বাগত জানিয়েছে। তারা তাদের টুইটে জানিয়েছে,'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আনন্দিত! হন হাই প্রযুক্তি গ্রুপ (Foxconn) মেক ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর ভিশন সম্পর্কে আশাবাদী।'
🌱ভারতের নবজাতক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বিনিয়োগের দিকটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শুক্রবার গুজরাটের রাজধানী শহরে তিন দিনের 'সেমিকন ইন্ডিয়া ২০২৩' সম্মেলন শুরু হয়। সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশে সেমিকন্ডাক্টর উত্পাদন সুবিধা স্থাপনের জন্য প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি এও বলেন যে তাঁর সরকার সেমিকন্ডাক্টার চিপ নির্মাতাদের জন্য রেডকার্পেট বিছিয়ে রেখেছে। এই ইভেন্টের ফাঁকে, প্রধানমন্ত্রী মোদী সেমিকন্ডাক্টর নির্মাতা জগতের অন্যতম নাম মাইক্রোন টেকনোলজির প্রেসিডেন্ট এবং সিইও সঞ্জয় মহহোত্রার সঙ্গেও দেখা করেন।