🐻 উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলার আসর। রবিবার সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুনের লেলিহান শিখায় বেশ কিছু তাঁবু পুড়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পাঠানো হয়েছে। দমকলকর্মীরা আগুন বাগে আনার আপ্রাণ চেষ্টা করছেন।
ꦺযেটুকু তথ্য সামনে এসেছে, তা থেকে জানা গিয়েছে, মহাকুম্ভের তাঁবু শহরের ১৯ নম্বর সেক্টরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লাগে। তারপর তা আশপাশে ছড়িয়ে পড়ে।
ꦿদৈনিক ভাস্কর-এর প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২০ থেকে ২৫টি তাঁবু পুড়ে গিয়েছে।
💯সংবাদ সংস্থা এএনআই ও পিটিআই আগুনের যে ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছে, তা থেকেই ঘটনার ভয়াবহতা কল্পনা করা যেতে পারে।
ꦅসূত্রের খবর, অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই সেখানে পৌঁছে যান জাতীয় বিপর্যয় মোকাবিলাবাহিনী (এনডিআরএফ)-এর প্রতিনিধিরা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু, পরবর্তীতে আরও ইঞ্জিন সেখানে পাঠানোর খবর সামনে আসে।
🔯প্রসঙ্গত, এবারের মহাকুম্ভ মেলায় দমকলবাহিনীর জন্য বিশেষ মোটরবাইকের ব্যবস্থা করা হয়েছিল। যাতে মোলার কোনও প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই প্রশিক্ষিত দমকলকর্মীরা দমকলের বড় ইঞ্জিন আসার অপেক্ষা না করেই আগুন নেভানোর কাজ শুরু করে দিতে পারেন।
ဣসেই মতো, রবিবার অগ্নিকাণ্ডের খবর সামনে আসতেই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় দমকলকর্মীদের আটটি বিশেষ বাইক। প্রাথমিকভাবে এই মোটরবাইকে সওয়ার দমকলকর্মীরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বাকি দমকলকর্মীরা এসে তাঁদের সঙ্গে যোগ দেন।
ꦰঅন্যদিকে, মহাকুম্ভে আগুন লাগার খবর পাওয়ার পরই মেলার দায়িত্বে থাকা ডিআইজি বৈষ্ণব কৃষ্ণ ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছন কুম্ভ নগরের জেলাশাসক বিজয় কিরণ আনন্দ। সঙ্গে ছিলেন মেলার দায়িত্বে থাকা এসএসপি রাজেশ দ্বিবেদী।
𝓀আগুন নেভানোর কাজে যাতে কোনও সমস্যা না হয়, যাতে কারও কোনও অনিষ্ট না হয়, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে থেকে পুরো বিষয়টি তদারকি করেন তাঁরা।
🐲তবে, এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুসারে, আগুন অনেকাংশেই বাগে আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: ♏মহাকুম্ভের মোনালিসা মুহূর্তেই হন জনপ্রিয়, কে এই মোনালিসা! এক নজরে মহাকুম্ভের খবর
আরও পড়ুন: ♕১৪৪ বছরে আসে এই রকম সংযোগ! মহাকুম্ভ প্রসঙ্গে সদগুরু কী বলছেন দেখে নিন