সদ্যই মুক্ত♈ি পেয়েছে ইমারজেন্সি। কঙ্গনাꦿ রানাওয়াত অভিনীত ছবিটি যেমন একদিকে বিতর্ক উসকে দিয়েছে তেমনি আরেক দিকে দর্শকদের থেকে ভালো সাড়া পেয়েছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে ছবিটি। দুদিনে মোট কত কোটির ব্যবসা করল এই ছবি?
দ্বিতীয় দিনে কত আয় করল ইমারজেন্সি?
সচনিল্কের রি꧃পোর্টে জানানো হয়েছে দ্বিতীয় দিন কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমারজেন্সি ছবিটি বক্স অফিসে ৩ কোটি ৪ লাখ টাকার ব্যবসা করেছে। প্রথম দিন এই ছবিটি ২ কোটি ৫০ লাখ টাকা ঘরে তুলেছে। প্রথম শুক্রবার আর দ্বিতীয় দিনের ব্যবসা মি𝓰লিয়ে বক্স অফিসে কঙ্গনার ছবিটি মোট ৬ কোটি টাকার ব্যবসা করেছে।
শনিবার দিন ইমার🌜জেন্সি ওছবিটির ১৩.৩২ শতাংশ ওকুপেন্সি ছিল। এই বিষয়ে বলে রাখা ভালো গত পাঁচ বছরের মধ্যে এই ছবিটাই কঙ্গনা রানাওয়াতের সব থেকে বড় ওপেনিং পেল। করোনা আসার পর থেকে কঙ্গনা রানাওয়াতের কোনও ছবি তেমন চলেনি বক্স অফিসে।
এর আগে ♏২০২৩ সালে মুক্তি পাওয়া কঙ্গনা রানাওয়াতের তেজস ছবিটি প্রথম দিন বক্স অফিꦐসে ১ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছিল। অন্যদিকে ২০২২ সালে মুক্তি পাওয়া ধকড় ছবিটি ১ কোটি ২০ লাখ টাকার ব্যবসা করেছিল প্রথম দিন। সেই তুলনায় ইমারজেন্সি যে অনেকটাই এগিয়ে আছে ব্যবসার নিরিখে সেটা বলার অপেক্ষা রাখে না।
তবে ইমারজেন্সি ছবিটি পঞ্জাবের একাধিক জায়গায় মুক্তি পায়নি। শিখ গোষ্♛ঠীর তরফে অনেক জায়গায় এই ছবির বিরোধিতা করা হয়েছে। তাঁদের দাবি এই ছবির মাধ্যমে শিখদের বিষয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। যদিও সদগুরু এদিন কঙ্গনার এই ছবি দেখেন এবং প্রশংসাও করেছেন।
আরও পড়ুন: ৮২-তেও ফিট থাকতে অমিতাভের ভরসা প্রাণায়াম থেকে যোগ ব্যায়াম! খাদ্যতালিক𒀰ায় থাকে কী কী?