ইরানি অভিনেত্রী-মডেল মন্দানা কারিমি চর্চায় উঠে এসেছিলেন কেয়া কুল হ্যায় হাম ৩ (২০১৬) এবং থর (২𝓰০২২) এর মতো বলিউড ছবিতে অভিনয়ের সুবাদে। তার আগে বিগ বস ৯-এ অংশগ্রহণ করে লাইমলা🐈ইটে উঠে আসেন মন্দনা। বছর খানেক আগে কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ শো-তে একের পর এক বোমা ফাটিয়েছেন। তবে শোবিজ জগত ছেড়েছুড়ে এখন অন্য পথ বেছে নিলেন মন্দনা।
ধর্মের টানে অভিনেত্রীদের অভিনয় ছাড়ার খব꧟র হামꦺেশাই শোনা যায়, তবে মন্দনা কিন্তু তেমন কোনও কারণে নয় বরং ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের পেশা এবং শিক্ষকতায় মন দিতে অভিনয়ের সঙ্গে সম্পর্কের পাঠ চোকালেন।
ইন্টিরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা কররা পর সক্রিয়ভাবে এই ক্ষেত্রটিতে কাজ করছেন তিনি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভিজিটিং প্রফেসর হিসাবেও ক্লাস নিচ্ছেন। মন্দনা বলেন, ‘আমি এত অল্প বয়সে একজন মডেল হয়েছি এবং নিজেকে সমর্থন করতে হয়েছিল তবে আমি সর্বদা এই সত্যটি মিস করেছি যে আমি স্কুলে ফিরে যেতে পারিনি’। তি🍰নি আরও যোগ করেছেন, ‘আমার এক বন্ধু একটি ইন্টিরিয়ার ডিজাইনিং সংস্থার মালিক এবং সে জিজ্ঞাসা করেছিলেন যে তারা কী করে তা আমি দেখতে চাই কিনা। আমি যখন সবটা ঘুরে দেখলাম, তখন আমি এটি উপভোগ করতে শুরু করলাম।’
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী স্বীকার কর🦄েন, ‘অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনই পছন্দ করিনি💛, এই শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ, তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত বা পাগল ছিলাম।’
ইন্টেরিয়র ডিজাইꦇনে এক বছরের কোর্স শেষ করার পর কারিমি মডেলিং এবং অভিনয়ের অফার ফিরিয়েছেন। তাঁর কথায়, ‘অভিনয়ে যে অর্থের রয়ছে, নিঃসন্দেহে না বলা কঠিন, এখনও আমার কাস্টিং ডিরেক্টর বন্ধুরা আমাকে অডিশনের জন্য ডাকে এবং আমাকে বলতে হবে যে আমার এত সময় নেই। আমার প্রকল্প, ইভেন্ট এবং আমার স্কুল রয়েছে যার উপর আমি বর🎃্তমানে ফোকাস করছি’।
অভিনয় ভুলে আপাতত ৯টা-৫টার কাজ বেছে নিয়েছেন মন্দনা। তাঁর কথায়, ‘আমি এখন অফিসে আমার কাজ শেষ করি, তারপরে বাড়িতে আসি এবং স্কুলে যাই …আমার জীবন অনেক বদলে গেছে। কিন্তু আম🐼ি এটা ভালোবাসি।’
লক আপের মঞ্চে মন্দনা জানিয়েছিলেন, স্বামী গৌরব গুপ্তার সঙ্গে বিচ্ছেদের পর খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই এক বলিউড পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে পরিচালকের নাম মুখে আনেননি নায়িকা। ‘ভাগ জনি’ নায়িকা বলেন ‘ওই পরিচালক🌊 মুখে সবসময় নারীশক্তি এবং নারীদ💫ের স্বাধিকারের বুলি আওড়ায়, অনেকের চোখে সে আইডল’।
সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মন্দনা। নায়িকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বেঁকে বসে পরিচালক প্রেমিক। জানিয়ে দেয়, ‘ ফের বাবা হওয়ার জন্য আমি তৈরি নই, তুমি ৩৩ বছর বয়সে এত জলদি গর্ভবতী হয়ে যাবে বুঝতে পারিনি’। অভিনেত্রী কান্না চেপে বলেন, ‘তখন নিজেকে গুটিয়ে নিয়েছিলা✤ম। আমার নিজের বাড়ি বলেও ไকিছু ছিল না। গৌরবের সঙ্গে আইনি বিচ্ছেদও হয়নি তখন। প্রেমিক সন্তানকে মেনে নিতে রাজি ছিল না, আমার আর কোনও উপায় ছিল না গর্ভপাত করানো ছাড়া’।