𒉰 মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভায় চেয়ার তুলে মারামারি! মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় চরম উত্তেজনা। ক্লাব নির্বাচনের দিন কবে ঠিক হবে? এই বিষয় নিয়ে প্রশ্ন উত্তর পালা চলছিল সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্তর মধ্যে। ঠিক তখনই দুই গোষ্ঠীর মেম্বারদের মধ্যে শুরু হয় বচসা। এরপরে সেটা ধাক্কাধাক্কিতে পৌঁছায় এবং সেটি পরে মারামারি পর্যন্ত গড়ায়।
সূত্র মারফৎ কী জানা গিয়েছে-
🐻জানা গিয়েছে নির্বাচন সংক্রান্ত প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গেই দু পক্ষের লোকজন তারা নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তখনই চেয়ার নিয়ে মারপিট শুরু হয়। ধাক্কাধাক্কি হয়েছে দু পক্ষের মধ্যে। এমন ঘটনা এমন ঐতিহাসিক ক্লাবের ক্ষেত্রে লজ্জার বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের।
কোন দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়-
🍰মোহনবাগান ক্লাবে সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোহনবাগান ক্লাব তাঁবুতে। আসলে মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় তুলকালাম পরিস্থিতি দেখা যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌছায় যে চেয়ার তুলে মারামারি হয় দুই গোষ্ঠীর মধ্যে। প্রাথমিক অনুমান করা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়েই এই ঝামেলার শুরু। মোহনাবাগন তাঁবুতে অনেকটা সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন… ꩲভিডিয়ো: ওভারের মাঝপথে থামিয়ে বোলারকে আর বলতে করতে দিলেন না আম্পায়ার! BBL-এ অবাক করা ঘটনা
কী কারণে দুই গোষ্ঠির মধ্যে ঝামেলা শুরু হয়-
ℱসূত্রের খবর, মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় ক্লাবর নির্বাচন কবে হবে সেই বিষয় নিয়ে প্রশ্ন উঠতেই সমস্যার তৈরি হয়। সৃঞ্জয় বোস অবিলম্বে কেন নির্বাচন নয় সেই প্রশ্ন তোলেন। বর্তমান সচিব দেবাশিস দত্ত উত্তরে নির্বাচন আরও পরে হবে বলে জানান। দুজনেই দুজনের পক্ষে যুক্তি দিতে শুরু করেন। তখনই আচমকা ঝামেলার সৃষ্টি হয়। একে অপরের দিকে চেয়ার নিয়ে তেরে যান দুই গোষ্ঠির সমর্থকেরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
আরও পড়ুন… ꦆSL vs AUS Test: কথা দিয়েও নির্বাচকরা কথা রাখেননি! শ্রীলঙ্কা সফরে দলে জায়গা না পেয়ে অবাক অজি তারকা
প্রত্যক্ষদর্শীরা কী বলছেন?
ꦇজানা যাচ্ছে, দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু গোষ্ঠীর মধ্যেই ঝামেলা বাঁধে। যদিও সেই বিষয়ে মুখ খোলেননি ক্লাবের দুই কর্তা। উত্তেজনার পরিস্থিতির সময়, ঝামেলা না করার জন্য অনুরোধ করেন দেবাশিস দত্ত। এজিএম থেকে বেরিয়ে মোহনবাগানের এক সদস্য জানান এটা ক্লাব এটা মন্দির এইভাবে ঝামেলা হওয়া উচিত নয়।