দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার চালানোর সময়েই অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা চালানোর অভিযোগ উঠল। আম আদমি পার্টি (আপ)-এর পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। কাঠগ☂ড়ায় বিজেপি কর্মীরা। পালটা জবাব দিলেন আসন্ন নির্বাচনে নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কেজরিওয়ালের প্রধান প্রতিপক্ষ তথা বিজেপি নেতা পরবেশ বর্মাও।
আপ-এর বক্তব্💙য, নয়া দিল্লি বিধানসভা এলাকায় প্রচার চালানোর সময়েই হামলার মুখে পড়েন কেজরিওয়াল। নিজেদের অভিযোগের স্বপক্ষে আপ-এর পক্ষ থেকে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছ꧟ে।
সেই ভিডিয়ো পোস্ট করে আপ দাবি করছে, কেজরিওয়ালের কনভয় লক্ষ করে পরবেশ বর্মার সমর্থকরা ইট ও পাথর ছুড়ে মারেন। আপ-এর 🐎অভিযোগ, কেজরির🎃 নির্বাচনী কর্মসূচি বানচাল করতেই এই হামলা চালানো হয়।
সংশ্লিষ্ট এক্স পোস্টে আপ-এর পক্ষ থেকে হিন্দিতে লেখা হয়েছে, 'বিজেপির লোকেরা, আপনাদের এই ভীর🎃🎃ু হামলায় কেজরিওয়ালজি ভয় পাবেন না। দিল্লির মানুষই আপনাদের এর যোগ্য জবাব দেবে।'
কেজরিওয়ালের উপর এই 'হামলা' নিয়ে মুখ খুলেছেন আপ-এর জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর। তিনি বলেন, ‘আজ ফের একবার বিজেপির গুন্ডারা কেজরিওয়ালের উপর হামলা চালায়। সেই সময় তিনি নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছিলেন। তখনই𒈔 পাথর ছুড়🎐ে আক্রমণ করা হয়।...’
'আসলে পরবেশ বর্মা দেখে চমকে গিয়েছেন। তিনি মানুষকে প্রভাবিত করে🌺 টাকা বিলি করেছেন, সব কুকাজ করেছেন, তারপরও মানুষ যেℱভাবে কেজরিওয়ালের প্রতি সমর্থন প্রকাশ করছে, তাতেই তিনি হতবাক হয়ে গিয়েছেন।...'
'এই হামলাকে ধিক্কার জানাই। নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হোক, সেটা নির্বাচন কমিশন চাইছে না। তারা চোখ বুজিয়ে রেখেছে। এই ঘটনায় অবিলম্ཧবে পদক্ষেপ করা উচিত। আমি আশা করছি দিল্লি নির্বাচন কমিশনের শীঘ্রই ঘুম ভাঙবে।'
যদিও আপ-এর পক্ষ থেকে তোলা এই সমস্🅘ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্ဣথী পরবেশ বর্মা।
উলটে কেজরিওয়ালের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছেন পরবেশ। তাঁর দাবি, কেজরিওয়াল যখন লাল বাহাদুর সদনের কাছে বাড়ি ব🎶াডি ঘুরে প্রচার চালাচ্ছিলেন, সেই সময় বিশাল, অভিষেক ও রোহিত নামে তিন যুবক তাঁকে বেকারত্ব নিয়ে প্রশ্ন করেন।
আর তারপরই 'পঞ্জাব পুলিশ ওই তিন যুবককে মারধর ♈করে। একজন কর্মীর ফোন ভেঙে দেয় এবং কেজরিওয়ালের গাড়ি ওই তিন যুবককে ধাক্কা মারে। চালক ব্রেক ব্যবহার করলেও কেজরিওয়াল তাঁকে এগিয়ে যেতে বলেন। তিনি ওই তিন যুবককে পিষে দিতে বলেন। এটা খুনেরই চেষ্টা।'