💙মহারাষ্ট্রের অমরাবতী জেলায় রেতিয়াখেড়া গ্রামে ৭৭ বছর বয়সি এক মহিলার উপর হামলার অভিযোগ। তাকে চরম হেনস্থা করা হয়েছে। জোর করে প্রস্রাব খাওয়ানো হয়েছে বলে অভিযোগ। ৩০শে ডিসেম্বরের ঘটনা। প্রতিবেশীদের সন্দেহ তিনি নাকি তুকতাক করতেন। আর তারপরই প্রতিবেশীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। শনিবার পুলিশ এই ঘটনার কথা জানিয়েছে।
🤪এদিকে ওই বদ্ধার ছেলে ও বৌমা অন্যত্র কাজের জন্য গিয়েছিলেন। তারা গত ৫ জানুয়ারি ফিরে আসেন। এরপর তিনি পুলিশের কাছে এনিয়ে অভিযোগ জানান।
তারা এবার ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন।
কী হয়েছিল ঘটনাটি?
💛সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই বৃদ্ধা বাড়িতে একলাই ছিলেন। সেই সময় একদল প্রতিবেশী ওই বাড়িতে আসেন। এরপর তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। তাকে চড় থাপ্পর মারা হয়। এমনকী হাতে পায়ে লোহার রড দিয়ে ছ্যাঁকাও দেওয়া হয়। এরপর হামলাকারীরা তাকে মূত্র খেতে বাধ্য় করে। কুকুরের মল খাওয়ানো হয়। এরপর তাকে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। অভিযোগ এমনটাই।
🍸অমরাবতীর পুলিশ সুপার বিশাল আনন্দ জানিয়েছেন, পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করে দেখছে। অভিযোগ খতিয়ে দেখে। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করে দেখার চেষ্টা করছে।
🍌একেবারে প্রত্যন্ত এলাকায় ওই গ্রামটি রয়েছে। জঙ্গলঘেরা এলাকা। সেখানেই এই ভয়াবহ ঘটনা।