সইফ আলি খানের আক্রমণের কেসে একটার পর একটা আপডেট প্রকাশ্যে আসছে। কিছুক্ষণ আগে জানা গিয়েছিল যে আততায়ী সন্দেহে জ্ঞানেশ্বরী এক্൲সপ্রেস থেকে এক ব্যক্তিকে আটক করেছে RPF। এবার আততায়ীর খোঁজে গোটা শহরে পোস্টার𝓰 টাঙাল পুলিশ!
কী ঘটেছে?
শনিবার সন্ধ্যায় জানা যায় সইফ আলি খানের বাড়িতে ঢুকে অভিনেতার উপর যে আক্রমণ চালিয়েছে তাঁকে খুঁজছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে আটক করে RPF। অর্থাৎ রেলওয়ে প্রটেকশন ফ🦂োর্স। মুম্বই পুলিশের একটা টিম রায়পুর পৌঁছচ্ছে তাকে হ্যান্ডওভার নিতে। জানা গিয়েছে তিনি মুম্বই থেকে বিনা টিকিটে সফর করছিলেন। এদিকে জানা গেল মুম্বই শহরবাসীর থেকে এবার এই কেসে সাহায্য প্রার্থনা করছে মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশের তরফে আততায়ীর ছবি গোটা শহরে লাগানো হয়েছে। কেউ যদি সেই ব্যক্তিকে দেখতে পান তাহলে তাঁরা যেন পুলিশকে খবর দেন। পোস্টার দেখা যাচ🐎্ছে সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া সেই ব্যক্তির ছবি।
প্রসঙ্গত এদিন সিসিটিভি ফুটেজেই দেখা গিয়েছে সেই ব্যক্তি সইফ আলি খান যে বাড়িতে থাকেন সেই বাড়ির সিঁড়ি দিয়ে মুখে গামছা বেঁধে উঠছেন। আর নামার সময় তাঁর মুখ স্পষ্ট দেখা গিয়েছে। তিনি এদিন সইফ আলি খানের বাড়ি💜তে ঢোকেন। অভিনেতার সঙ্গে হাতাহাতি হওয়ার সময় তিনি ধারাল অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন। সইফের শিরদাঁড়ার কাছে🤡 গেঁথে যায় ছুরির ভাঙা অংশ।
কেমন আছেন সইফ?
শুক্রবার লীলাবতী হাসপাতালের তরফে চিকিৎসকরা জানান, 'আজ ওঁকে হাঁটিয়েছি। ওঁর হাঁটতে কোনও অসুবিধা হয়নি। তেমন ব্যথা বা অন্য কোনও উপসর্গ নেই। তবে আমরা ওঁকে বলেছি যে অন্তত﷽ কিছুদিনের জন্য যেন তিনি বিশ্রাম নেন, বিশেষ করে পিঠের ক্ষতর জন্য। কারণ ওটা থেকে নইলে ইনফেকশন হতে পারে। এছাড়া ওঁর বেশি নড়াচড়া করাও নিষেধ করো হয়েছে অন্তত সপ্তাহখানেকের জন্য। কারণ ওঁর শিরদাঁড়ায় আঘাত লেগেছিল, যেখান থেকে একটা ফ্লুইড বেরিয়ে আসছিল। তাই সেটা যাতে আবার না হয়, না ইনফেকশন হয় তাই বেশি নড়াচড়া করতে নিষেধ করা হয়েছে।'