ꦫ দেবের 'খাদান' বক্স অফিসে ব্লকবাস্টার। আর এবার 'বিনোদিনী' হয়ে রুক্মিণীর নিজেকে প্রমাণ করার পালা। তাই জোর কদমে চলছে ছবির প্রচার। ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। তার আগে শনিবার নিজের স্কুলে ছবির প্রচারে গিয়েছিলেন রুক্মিণী মৈত্র।
এখন প্রশ্ন, কোন স্কুলে পড়তেন রুক্মিণী?
🎐জানা যাচ্ছে,রুক্মিণী ডাকুরিয়া সংলগ্ন কারমেল হাই স্কুলের ছাত্রী ছিলেন। শনিবার সকালে সেখানেই গিয়েছিলেন 'বিনোদিনী' রুক্মিণী মৈত্র ও তাঁর ৪ বন্ধু। সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের সামনে 'B ফর বিনোদিনী' বলে উল্লাস করতে দেখা গেল রুক্মিণীকে। সঙ্গে তাঁর সঙ্গে গলা মেলান স্কুলের ছাত্রীরাও। তারই একটুকরো মুহূর্ত উঠে এসেছে টলি অনলাইনের ক্যামেরায়। এদিকে প্রাক্তনী রুক্মিণীকে সামনে থেকে পেয়ে খুশি স্কুলের ছাত্রীরাও।
♊আরও পড়ুন-সইফের উপর হামলায় কোনও গ্য়াং-এর হাত নেই, নেহাতই চুরি করতে এসেছিল অপরাধীরা, দাবি মন্ত্রীর
🃏আরও পড়ুন-সইফের উপর হামলার ঘটনার রেশ কাটেনি, এরই মধ্যে ফের বিপত্তি! এবার ছাদ ভেঙে জখম অর্জুন কাপুর
🌃এই ভিডিয়োর নিচে কারমেল স্কুলের এক ছাত্রী রুক্মিণীকে 'বিনোদিনী'র জন্য শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘প্রাক্তন কারমেলাইটরা তাঁদের বাড়িতে ফিরে এসেছিলেন, শুভেচ্ছা রইল।’ মঞ্জিষ্ঠা মান্না নামে এক ছাত্রী লেখেন, ‘শুভ সন্ধ্যা বিনোদিনী, আমি মঞ্জিষ্ঠা মান্না, কারমেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজ আপনি আমাদের স্কুলে এসেছেন, আপনার চার বন্ধুর সঙ্গে। আমরা সবাই আপনাকে দেখে খুশি। কিন্তু আমরা দেবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। পরের বার, যখন আপনি আপনার স্কুলে আসবেন, দয়া করে দেবকে নিয়ে আসবেন। আমার যখন মাত্র ৩ বছর বয়স, তখন নার্সারিতে পড়ি, সেই তখন থেকেই আমি দেবকে ভালোবাসি।’
𒆙আরও একজন লেখেন, ‘আমি অধীর আগ্রহে দেবের জন্য অপেক্ষা করছিলাম, পরের বার প্লিজ নিয়ে এসো।’ এভাবে রুক্মিণীর এই ভিডিয়োর নিচে অনেকেই কমেন্ট করেছে। তাঁদের কেউ দেবকে দেখতে চেয়েছেন, কেউ আবার টিম বিনোদিনীকে শুভেচ্ছা জানিয়েছেন।
𓄧এদিকে ছবি মুক্তির আগে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির দুটি গান। যার মধ্যে 'কানহা' এবং 'আজি বরষারও রাতে…' গানের দৃশ্যায়নে মন কেড়েছেন অভিনেত্রী। আর এবার মুক্তি পেতে চলেছে ছবির তৃতীয় গান ‘হরি মন মজায়ে’। যেখানে কিনা চৈতন্য দেবের লুকে দেখা মিলবে বিনোদিনীর। জানা যাচ্ছে, ১৯ জানুয়ারি ১২-৪৫ মিনিটে নির্মাতাদের তরফে সামনে আনা হবে ছবির এই গান।