'পাতাল লোক সিজন ২' এই বছরের অন্যতম প্রত্যাশিত একটি সিরিজ। ‘পাতাল লোক’ মুক্তির প্রায় পাঁচ বছর পর এর সিক্যুয়াল নতুন বছরে মুক্তি পেয়েছে। তাই অনেকেই এটি দেখার জন্য মুখিয়ে ছিলেন। ১৭ জানুয়ারি থেকে আমাজন প্রাইম ভিডিয়োতে এটি স্ট্রীমিং হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন ဣ'পাতাল লোক ২'। কিন্তু সিরিজটি দর্শকদের কেমন লাগলো? অনেকেই তাঁদের রিভিউ এক্স হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন।
অনেকের মতে আগের সিজনের মতো এই সিজনেও পুলিশ অফিসার ‘হা🎃তিরাম চৌধুরী’র চরিত্রে জয়দীপ আহলাওয়াত নজর কেড়েছেন। তাছাড়াও সুদীপ শর্মা এবং অবিনাশ অরুণ ধাওয়ারের তৈরি এই সিরি♔জ নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।
পাতাল লোক ২ কার কেমন লাগলো?
বেশ কয়েকজন দর্শক সিরিজটি তাঁদের কেমন লেগেছে তা নিয়ে নানা কথা ভাগ করে নিয়েছেন এক্স-এ। এক ভক্ত লিখেছেন, ‘পাতাল লো♚ক ২ পুরোটা একসঙ্গে দেখতে হবে, মাঝখানে ছেড়ে উঠে যাওয়া যাবে না। এটা একটা মাস্টারপিস। অবশেষে, কোনও একটা শোয়ের প্রতিটা পর্ব দেখে মুগ্ধ হলাম। তবে শুধু গল্প নয় সংলাপগুলিও আলাদা ভাবে প্রশংসার দাবি রাখে।🐠’
আরও পড়ুন: চাদরের নীচে বরের আদরে বুঁদ অহনা! মা মানেনি ডিভোর্সি দীপ♈ঙ্করকে, না-জানিয়েই বিয়ে 'মিশকা'র
'আরেক একজন লেখেন, ‘পাতাল লোক দেখে শেষ করলাম। বেশ ভালো সিজন ২। ইংরেজি আর হিন্দ🦄ি, উচ্চবিত্ত বনাম নিম্নবিত্তের পার্থক্যকে এত ভালো ভাবে দেখানো হয়েছে বলার কথা নয়। দেশে করোনা ও বেকারত্বের ছবিো ফুটে উঠেছে সিরিজে।একজন মানুষ কাজ খুঁজতে গেলে শেষ পর্যন্ত তাঁর কী হতে পারে তা এই সিরিজটি না দেখলে বোঝা যাবে না।’
আরও পড়ুন: লাখো মহিলা ভক্তের মন ভেঙে গোপনে বিয়ে, চিনুন দর্শন🎉 র♒াওয়ালের সুন্দরী বউকে
অনেক ভক্ত কলাকুশলীদেরও প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন: ‘হাতিরাম চৌধুরীর চরিত্রে জয়দীপ আহলাওয়াত এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তা বলে বোঝানোর মতো নয়। বাহ্যিক শক্তি আর মনের মধ্যে থাকা অসুরের সঙ্গে লড়াই করেꦯ পাক্কা পুলিশ হয়েই তিনি ধরা দিয়েছেন। তাঁর চিত্রায়নের মধ্যে অনেকগুলি জটিল স্তর রয়েছ𒉰ে। তাছাড়াও ইশওয়াক সিং, তিলোত্তমা সোম -সহ সকলেই বেশ ভালো কাজ করেছেন।’
আর একজন লেখেন, ‘পাতাল লোক সিজন ✨২, সিজন ১ এর থেকে ভালো!!! সুদীপ শর্মা তাঁর লেখা দিয়ে একেবারে ছিটকে দিয়েছেন। @JaideepAhlawat স্যার আপনি সবকিছুতেই অসাধারণ। কী অপূর্ব স্টোরিলাইন আর গল্পের শেষটা তো সত্যি আলাদা কর🎃ে প্রশংসার দাবি রাখে।’
আর একজন লেখেন,𝔍 ‘সবেমাত্র পাতাল লোক ২ শেষ করলাম। গল্পটা আপনাকে এমন ভাবে আট𝓡কে রাখবে যে, পুরোটা শেষ না করে উঠতে পারবেন না। তবে হ্যাঁ এখানে আরেকটা ‘হাথোড়া ত্যাগী’-এর আশা করবেন না। এই সিজনের একটা আলাদা আবহ রয়েছে। জয়দীপ আহলাওয়াত বরাবরের মতোই সবাইকে মাত দিয়েছেন!’