অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খারাপ ফর্মে দেখা যায় বিরাট কোহলিকে। সারা সিরিজে মাত্র𒁃 একটি সেঞ্চুরি করতে পেরেছিলেন তিনি। ৫টি টেস্টের ৯ ইনিংসে ব্যাট করে ১৯০ রান করেছিলেন বিরাট, গড় ২১.১১। স্বাভাবিকভাবে এই পারফরম্যান্সের পর বেশ হতাশ কোহলি নিজেও। সিডনিতে সিরিজের শেষ টেস্টে আউট হওয়ার পর নিজের উপরই বিরক্তি প্রকাশ করেন তিনি। একই অবস্থা ছিল রোহিতেরও। সিরিজে ৫ ইনিংসে মাত্র ৩১ রান করেছিলেন তিনি, গড় ৬.২। এই মুহূর্তে দেশে রয়েছেন বিরাট। নিজের খারাপ ফর্ম কাটিয়ে উঠতে দিল্লির হয়ে রঞ্জি খেলবেন তিনি বলে শোনা যাচ্ছিল। তবে এই মুহূর্তে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লির। তবে এক সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরাটের ঘাড়ে চোট রয়েছে। যেই কারণে তিনি নাকি ইনজেকশনও নিয়েছেন।
বিরাট কোহলির ঘাড়ে চোট:
তবে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA) বিরাটের খেলা না খেলার বিষয়টি নিয়ে এখনই স্পষ্ট ভাবে কিছু বলেনি। সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিরাট কোহলির ঘাড় মচকে গেছে। সে এটার থেকে আরাম পাওয়ার জন্য ইনজেকশন নিচ্ছে। হয়তো ২টি রঞ্জি ট্রফির ম্যাচের মধ্যে প্রথমটি সে মিস করবে। এই বিষয়ে DDCA-র নির্বাচকরা আপডেট পেলে তবে ছবিটা আরও পরিষ্কার হবে।’ এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে, বিরাটের দিল্লির হয়ে রঞ্জি খেলার বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদি সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের আগে রাজকোটে দিল্লির দ✱লের সঙ্গে কোহলিকে অনুশীলন করতে দেখা যায় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। দিল্লির দল ২০ তারিখ খেলার জন্য রওনা হবে এবং ম্যাচের আগে দু’দিন অনুশীলন করা হবে।
দিল্লির দলে নাম থাকতে পারে কোহলির:
এক DDCA-এর আধিকারিক জানিয়েছেন যে বিরাট কোহলির নাম দলের তালিকায় রাখা হতে পারে, তবে উল্লেখ করা থাকবে ‘উপলব্ধতা সাপেক্ষ’ বলে। এই বিষয়টি পরিস্কর হয়ে যাবে শুক্রবারের দুপুরের মিটিংয়ের পর। অন্যদিকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ঋষভ পন্তের দিল্লির হয়ে খেলার বিষয়টা এক প্রকার চূড়ান্ত। কিছু DDCA আধিকারিক মনে করছেন, তাঁকে পরবর্তী রেলওয়েজ ম্যাচেও পাওয়া যেতে পারে। আগেই BCCI-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে সব আন্তর্জাতিক ক⛄্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। সেই মতো এবার একাধিক ক্রিকেটারকে রঞ্জিতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।