ܫ স্বপ্নের ফর্ম অব্যাহত থাকল না বিজয় হাজারে ট্রফির ফাইনালে। শনিবার ভদোদরায় ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটের ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ৩১ বলে ২৭ রানে আউট হয়ে গেলেন বিদর্ভের অধিনায়ক করুণ নায়ার। তার ফলে এবারের বিজয় হাজারে ট্রফিতে আট ইনিংসে করুণের স্কোর দাঁড়াল ৭৭৯ রান। গড় ৩৮৯.৫। পাঁচটি সেঞ্চুরি করেছেন। স্ট্রাইক রেট ১২৩.৫৫। পুরো টুর্নামেন্টে মাত্র দু'বার আউট হয়েছেন - একবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে আর এবার ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে।
বিজয় হাজারে ট্রফির এক মরশুমে সর্বোচ্চ রান
ꦓ১) নারায়ণ জগদীশন: ২০২২-২৩ আটটি ম্যাচে (আটটি ইনিংস) ৮৩০ রান করেছিলেন। সর্বোচ্চ ২৭৭ রান। গড় ১৩৮.৩৩। স্ট্রাইক রেট ১২৫.৩৭। পাঁচটি শতরান করেছিলেন।
✱২) পৃথ্বী শ: ২০২০-২১ সালে আটটি ইনিংসে ৮২৭ রান করেছিলেন মুম্বইয়ের তারকা ব্যাটার। সর্বোচ্চ অপরাজিত ২২৭ রান করেছিলেন। গড় ছিল ১৬৫.৪। স্ট্রাইক রেট ছিল ১৩৮.২৯। চারটি শতরান এবং একটি অর্ধশতরান করেছিলেন।
ꦰ৩) করুণ নায়ার: ২০২৪-২৫ সালে ন'টি ম্যাচে (আটটি ইনিংস) মোট ৭৭৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১৬৩ রান করেন। গড় ৩৮৯.৫। পাঁচটি শতরান এবং একটি অর্ধশতরান করেন। ছ'টি ইনিংসে অপরাজিত থেকেছেন। স্ট্রাইক রেট ১২৪.০৪।
ꩲ৪) দেবদূত পাডিক্কাল: ২০২০-২১ সালে সাতটি ইনিংসে ৭৩৭ রান করেছিলেন। সর্বোচ্চ করেছিলেন ১৫২ রান। গড় ছিল ১৪৭.৪। স্ট্রাইক রেট ছিল ৯৫.৯৬। চারটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছিলেন পাডিক্কাল।
💃৫) মায়াঙ্ক আগরওয়াল: ২০১৭-১৮ সালে আটটি ইনিংসে ৭২৩ রান করেছিলেন কর্ণাটকের বর্তমান অধিনায়ক। গড় ছিল ৯০.৩৭। স্ট্রাইক রেট ছিল ১০৭.৯১। তিনটি শতরান এবং চারটি অর্ধ-শতরান করেছিলেন।
বিজয় হাজারে ট্রফিতে কোন ম্যাচে কত রান করেছেন করুণ?
১) জম্মু ও কাশ্মীর: অপরাজিত ১১২ রান।
২) ছত্তিশগড়: অপরাজিত ৪৪ রান।
৩) চণ্ডীগড়: অপরাজিত ১৬৩ রান।
৪) তামিলনাড়ু: অপরাজিত ১১১ রান।
৫) উত্তরপ্রদেশ: ১১২ রান।
৬) মিজোরাম: ব্যাট করেননি।
৭) রাজস্থান (কোয়ার্টার ফাইনাল): অপরাজিত ১২২ রান।
৮) মহারাষ্ট্র (সেমিফাইনাল): অপরাজিত ৮৮ রান।
৯) কর্ণাটক (ফাইনাল): ২৭ রান।
আরও পড়ুন: ꧟৭ ম্যাচে ৭৫২ রান করা ক্রিকেটারের ভক্ত হলেন সচিন! করুণ নায়ারের প্রশংসায় তেন্ডুলকর
সর্বকালীন নজির স্পর্শ করুণের সতীর্থের
♔আর অধিনায়ক করুণের সেই দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই নিজের জাত চিনিয়েছেন বিদর্ভের ধ্রুব শোরে। যিনি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্যায়ে টানা তিনটি শতরান হাঁকিয়েছেন। ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ১১১ বলে ১১০ রান করেন। তাঁর আগে একমাত্র সেই কাজটা করেছিলেন রুতুরাজ গায়কোয়াড়।
🌸১) রুতুরাজ গায়কোয়াড় (২০২২-২৩ সাল): অপরাজিত ২২০ রান (কোয়ার্টার ফাইনাল বনাম উত্তরপ্রদেশ), ১৬৮ রান (সেমিফাইনাল বনাম অসম) এবং ১০৮ রান (ফাইনাল বনাম সৌরাষ্ট্র)।
🔥২) ধ্রুব শোরে (২০২৪-২৫ সাল): অপরাজিত ১১৮ রান (কোয়ার্টার ফাইনাল বনাম রাজস্থান), ১১৪ রান (সেমিফাইনাল বনাম মহারাষ্ট্র) এবং ১১০ রান (ফাইনাল বনাম কর্ণাটক)।