๊ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছিল আগেই। শনিবার ঘোষিত হল ব্রিটিশদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াডে পরীক্ষিত তারকাদের উপরেই আস্থা রাখেন অজিত আগরকররা।
ℱপ্রত্যাশা মতোই টি-২০'র পরে ভারতের ওয়ান ডে স্কোয়াডে ফিরলেন তারকা পেসার মহম্মদ শামি। চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফিরলেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। একদিনের দলে জায়গা পেয়েছেন শ্রেয়স আইয়ারও।
𒐪ভারতীয় দল এক্ষেত্রে স্কোয়াডে বাঁ-হাতি পেসারের প্রয়োজনীয়তা অনুভব করে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেয়ে যান আর্শদীপ সিং। টিম ইন্ডিয়া বাড়তি স্পিনার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই কারণেই স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসার মহম্মদ সিরাজের। রোহিত শর্মাই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন, সেটা আগেই জানা। তবে মিনি বিশ্বকাপে ভারতের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন শুভমন গিল।
🍌ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের। টিম ইন্ডিয়া জোড়া কিপার হিসেবে ১৫ জনের দলে রেখেছে ঋষভ পন্ত ও লোকেশ রাহুলকে। এবছর বিজয় হাজারে ট্রফিতে বিস্তর রান করেও ভারতের ওয়ান ডে স্কোয়াডে জায়গা হয়নি করুণ নায়ারের। এক্ষেত্রে নির্বাচক প্রধান অজিত আগরকর নায়ারের প্রশংসা করেও জানিয়ে দেন যে, ভারতীয় দলে এই মুহূর্তে ট্রাফিক জ্যাম রয়েছে। তাই দুর্ভাগ্যজনকভাবে নায়ারকে স্কোয়াডে জায়গা করে দেওয়া যায়নি।
🅺অস্ট্রেলিয়া সফরে চমকপ্রদ পারফর্ম্যান্সে তাক লাগিয়ে দেওয়া নীতীশ রানারও জায়গা হয়নি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় স্কোয়াড
𒊎রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (শুভমন গিল), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, যশস্বী জসওয়াল ও আর্শদীপ সিং।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি
♑১. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। সেদিন দুবাইয়ে টিম ইন্ডিয়ার লড়াই বাংলাদেশের বিরুদ্ধে।
♋২. চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় লিগ ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। দুবাইয়ে ম্যাচটি খেলা হবে ২৩ ফেব্রুয়ারি।
✱৩. লিগের তৃতীয় ম্যাচে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২ মার্চ দুবাইয়েই খেলা হবে সেই ম্যাচটি।