শনিবার রোহিত শর্মা✅ জানিয়ে দিলেন যে রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে নামবেন। অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা কাটিয়ে উঠতে মরিয়া তিনি। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আইসিসি ইভেট। তার আগে রানে ফিরতে মরিয়া রোহিত। এদিন তিনি নিজেই জানিয়েছেন যে আগামী ২৩ জানুয়ারি মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন তিনি। ঘরের মাঠে জম্মু-কাশ্মীরের মুখোমুখি হবে তারা। বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়ার পর বেশ ক্ষুব্ধ হয় বোর্ড। বিশেষ করে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স দেখে। এরপরেই হারের পর্যালোচনা করতে বৈঠক করা হয়। সেখানে জানিয়ে দেওয়া হয় এবার থেকে সব খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এরপরেই বহু তারকা ক্রিকেটার যে ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন সেটা আন্দাজ করা যাচ্ছিল।
ꦰরঞ্জিতে রোহিত শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ওয়াংখেড়েতে চার নম্বরে ব্যাটিং করতে নেমে ১৪০ বলে ১১৩ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার সুযোগ পায়নি মুম্বই। ড্র হয়ে গিয়েছিল সেই ম্যাচ। যখন রোহিত সেই ম্যাচটা খেলেছিলেন, তখন তাঁর টেস্ট ম্যাচের সংখ্যা ১৪।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি𒊎র জন্য দল ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকর। সেই সময়ই রোহিতের কাছে জানতে চাওয়া হয় রঞ্জি ট্রফির খেলার বিষয়টা নিয়ে।
🧜তিনি বলেন, ‘হ্যাঁ, আমি খেলব। আপনি যদি আমাদের ক্যালেন্ডার দেখেন, এমন একটি সময় হয়নি যেখানে আমরা ৪৫ দিন ঘরে বসে ছিলাম। সারা বছরই ক্রিকেট চলছে। আপনি একমাত্র আইপিএল শেষ হলে তখন কিছুটা সময় পাবেন, যদি না কোনও প্রতিযোগিতা থাকে।’
🅰তিনি যোগ করেন, ‘যদি আপনি আমাদের ঘরোয়া ক্রিকেটের মরশুমের দিকে তাকান, তাহলে এটি শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবরে এবং শেষ হয় ফেব্রুয়ারি-মার্চ মাসে। সেই সময় প্রচুর আন্তর্জাতিক ম্যাচ থাকে।’
꧋যেই সব ক্রিকেটাররা দেশের হয়ে তিনটি ফর্ম্যাটে প্রতিনিধিত্ব করেন তাঁদের পক্ষে ঘরোয়া ক্রিকেট খেলাটা বেশ চাপের, কারণ ঠিক মতো সময় পাওয়া যায় না বলে মনে করেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘যারা সব ফর্ম্যাট খেলে না, তাদের হাতে সময় থাকে। কিন্তু গত ৬-৭ বছরে আমি কেন খেলিনি, সেটা আমি বলতে পারি। ২০১৯ সাল থেকে আমি নিয়মিতভাবে টেস্ট ক্রিকেট খেলা শুরু করি, যার ফলে সময় থাকত না একদম।'
তিনি আরও বলেন, 'যখন আপনি নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট✃ খেলেন তখন একটা বিরতির প্রয়োজন হয়। আপনাকে পরের মরশুমের জন্য তৈরি হতে হয়।’ রোহিত আরও যোগ করেন, ‘আমরা এখন বিষয়টির উপর নজর দিচ্ছি। সবাইকে বলেছি কেউ যাতে ঘরোয়া ক্রিকেট খেলাটাকে হালকাভাবে না নেয়। হ্যাঁ, এটা ঠিক যে এখন বাধ্যতামূলক করা হয়েছে যে যদি সময় থাকে, তাহলে আপনাকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।’