এবারই প্রথমবার খো খো বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। আয়োজক দেশ ভারত। নিজেদের ঘরে প্রথম ম্যাচ থেকেই দাপট দেখাচ্ছিল টিম ইন্ডিয়া। পুরুষ এবং মহিলা উভয় দলই দাপটের সঙ্গে প্রতিপক্ষকে পরাস্ত করে আসছে। এবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল উভয় দল। প্রথম খো খো বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরির লক্ষ্যে আরও এক ধাপ কাছে চলে গেল তারা। বুধবার ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হয়েছিল ভারতীয় পুরুষ খো খো দল। বিগত ম্যাচগুলির মতো এদিনও নিজেদের দাপট অব্যাহত রাখ🏅ে তারা। ৭০-৩৮ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয় পুরুষ খো খো দল। অন্যদিকে পিছিয়ে নেই মেয়েরাও। তারাও ইরানকে ১০০-১৬ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
কোয়ার্টার ফাইনালে ভারতীয় পুরুষ খো খো দল:
বুধবারের ম্যাচে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল ভারতীয় শিবির। টার্ন ওয়ানের প্রথম পর্যায়ে বেশ আক্রমণাত্মক দেখায় তাদের। টার্ন ২-এ কিছুটা রক্ষণাত্মক কৌশল দেখায় পেরু। কিন্তু কাজের কাজ হয়নি। অধিনায়ক প্রতীক ওয়াইকার দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করে প্রথম রাউন্ডে ৩🎀৬ পয়েন্টে এগিয়ে যায় ভারত। আদিত্য পোটে, শিভা রেড্ডি এবং সচিন ভার্গোর অসামান্য পারফরম্যান্সের মাধ্যমে টার্ন ২-এও দাপট অব্যাহত রাখে টিম ইন্ডিয়া। ভারতের আধিপত্য বজায় থাকে টার্ন ৩-এও এবং টার্ন ৪ শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৭০ পয়েন্টে। এই ৩২ পয়েন্টের ব্যবধানে জয়ের সঙ্গে ভারত শুধুমাত্র কোয়ার্টার ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেনি বরং টুর্নামেন্টে তাদের চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্খার একটি স্পষ্ট বার্তাও পাওয়া গেছে।
কোয়ার্টার ফাইনালে ভারতীয় মহিলা খো খো দল:
অন্যদিকে গত ম্যাচের পর এই ম্যাচেও আধিপত্য বজায় রেখেছিল ভারতের মেয়েরা। টিম ইন্ডিয়ার মাত্র ৩৩ সেকেন্ড সময় লেগেছিল ইরানের মহিলাদের প্রথম ব্যাচকে পরাস্ত করতে। এখান থেকেই বোঝা যাচ্ছিল যে ভারতীয় মহিলা দল আরও একটা বড় জয় পেতে চলেছে। তবে এরপর সবাইকে চমকে দিয়ে বাউন্স ব্যাক করে ইরান। কিছু সময়ের জন্য ভালোই লড়াই দিচ্ছিল তারা। টার্ন ৩-এ সবচেয়ে বেশিক্ষণ লড়াই দিতে সক্ষম হয়েছিল ইরান। প্রায় ২ মিনিট লেগেছিল ভারতকে ব্যাচ এলিমিনেট করতে। তবে শেষ পর্যন্ত ম্যাচে ইরানকে ১০০-১৬ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। এর আগে মঙ্গলবার প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি অবিশ্বাস্য পারফরমౠ্যান্স করে দেখিয়েছিল ভারতের মেয়েরা। ১৭৫-১৮ ব্যবধানে জয়লাভ করেছ🍃িল তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।