শুক্রবার আইএসএলে লড়াই করেও দুই পয়েন্ট হাতছাড়া করে আসতে হয় মোহনবাগান সুপಌার জায়ান্টকে। একাধিক গোলের সুযোগ মিস করার খেসারত দিতে হয় লিস🍸্টন-কামিন্সদের। দাপট দেখিয়েও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হওয়ায় অখুশি মোহনবাগান কোচ জোসে মোলিনা। বিশেষ করে চিন্তায় ফিনিশিং নিয়ে। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে শুরুটা দাপটের সঙ্গে করেছিল মোহনবাগান। খেলার ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন শুভাশিস বোস। সারা ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল সবুজ মেরুন শিবির। ম্যাচে ৫৭ শতাংশ বল পজেশন রেখেছিলেন শুভাশিসরা। গোল লক্ষ্য করে ২০টি শট নিয়েছিলেন কামিন্সরা, লক্ষ্যে ছিল ৫টি শট। কিন্তু কাজের কাজটা করতে পারেননি কেউ।
এত গোল করার সুযোগ নষ্ট করায় খুশি নন মোলিনা। খেলা শেষে তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। প্রচুর সুযোগ তৈরি করেছিলাম। দ্বিতীয়ার্ধে ওরা যখন দু’জন স্ট্রাইকার খেলানো শুরু করল তখন আমরা আর পাল্টা আক্রমণ করতে পারিনি। আমার মনে হয় না 🐻ওরা ম্যাচে কোনও আধিপত্য বജিস্তার করতে পেরেছে বলে। তবে গোলটা ভালো করেছে।’
মোলিনা আরও বলেন, ‘হয়তো আজকের দিনটা আমাদের ছিল না। অনেক গোলের সুযোগ নষ্ট করা হয়েছে। আমাদের আরও অনুশীলন করে যেতে হবে। দলের আক্রমণভাগের খেলোয়াড়রা গোল করতে ব্যর্থ হয়েছে। ফিনিশিং নিয়ে আমি প্রচুর কাজ করছি। এর আগে কোনও দলের সঙ্গে ফিনিশিং নিয়ে আমি এত কাজ করিনি।’ প্রথমে গোল করে এগিয়ে গেলেও ৬০ মিনিটে গোল হজম করতে হয় মোহনবাগানকে। নাইজেরিয়ার ডিফেন্ডার স্টিফেন এজের গোলে সমতায় ফেরে জামশেদপুর।
পয়েন্ট খোয়ালেও দলের খেলোয়াড়দের প্রচেষ্টায় খুশি মোলিনা। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে খেলা খুলে গিয়েছিল। যে কেউ জিততে পারত। তারপরেও শেষ কুড়ি মিনিটে দল ভালো খেলেছে। কম করে তিন-চারটে অবধারিত গোলের সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু তা গোলে রাখতে ব্যর্থ হই। এই কারণে ফলাফল যা হয়েছে তাতে আমি খুশি নই। কারণ ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। দলের ফুটবলারদের খেলায় আমি খুশি। ওরা শেষ দিকে যেভাবে লড়াই দিয়েছে তা প্রশংসার দাবি রাখে। অনেক সময় এমন হয় সব কিছু করেও ম্যাচ জেতা সম্ভব হয় না। ফুটবলে এটা স্বাভাবিক ঘটনা।’ উল্লেখ্য, বর্তমানে আইএসএলের পয়েন্ট টেবি🎀লে পয়লা নম্বরে রয়ꦐেছে মোহনবাগানে। ১৬ ম্যাচ খেলে ১১টিতেই জয় পেয়েছে তারা। ড্র করেছে ৩টিতে এবং পরাজিত হয়েছে ২টিতে। বর্তমানে তাদের পয়েন্ট ৩৬।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।