দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন নেইমার। বারবার চোট আঘাতের জেরে কেরিয়ার তাঁর ছোট হয়ে এসেছে। ২০২৩ সালে প্যারিস সাঁ জাঁ থেকে বিপুল অর🦋্থের বিনিময়ে সৌদির ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন তিনি। তবে নতুন ক্লাবে বল পায়ে সেই ভাবে দেখা যায়নি তাঁকে। এরকম পরিস্থিতে দল পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছে তাঁকে ঘিরে। কিন্তু এসবের মাঝে এক বিস্ফোরক দাবি করে বসলেন এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার দাবি করেন পিএসজি-তে যখন লিওনেল মেসি যোগ দেন তখন তা দেখে ‘একটু ঈর্ষা’ হয়েছিল এমবাপের। বর্তমানে ৩ তারকা ফুটবলার ৩ ক্লাবে খেললেও একটা সময় তাঁরা প্যারিসে দাপিয়ে বেড়িয়েছেন। তবে এরপরেই এক এক করে দল ছাড়েন সবাই। মেসি যোগ দেন মার্কিন মুলুকের ক্লাব ইন্♒টার মিয়ামিতে। সম্প্রতি এমবাপে যোগ দেন স্পেনের রিয়াল মাদ্রিদে।
এমবাপে সম্পর্কে যা বলেছেন নেইমার:
কিছু দিন আগে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোমারিওর পডকাস্ট শোয়ে উপস্থিত হয়েছিলেন নেইমার। সেখানে তিনি জানান যে ২০২১ সালে মেসির পিএসজিতে যোগদানের খবরটি শুনে ‘একটু ঈর্ষা’ হয়েছিল এমবাপের। কারণ, তিনি প্রচারের আলো অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে চাইছিলেন না। এর ফলে তাঁর আচরণে পরিবর্তনও লক্ষ🅘্য করা যেতে থাকে। রোমারিও নেইমারকে জিজ্ঞেস করেছিলেন, এমবাপে কী বিরক্তিকর? উত্তরে নেইমার বলেন, ‘না একদম নয়। হ্যাঁ, তার সঙ্গে আমার দ্বন্দ্ব ছ🅺িল, কিন্তু তা খুবই সাধারণ। আমি ওকে গোল্ডেন বয় বলে ডাকতাম। আমি সবসময় ওর সঙ্গে খেলাটা উপভোগ করতাম। ওকে বলেছিলাম যে তুমি একদিন অনেক বড় হবে। আমি সব সময় তার পাশে থাকতাম, কথা বলতাম। ও আমার বাড়িতে এসেছিল, আমরা দু’জনে নৈশভোজ করেছিলাম একসঙ্গে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের দু'জনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল, কি✤ন্তু যখন মেসি আসে তখন ওর একটু ঈর্ষা হয়েছিল। সে আমাক🅺ে কারোর সঙ্গে ভাগ করে নিতে চায়নি। এই কারণে কিছু দ্বন্দ্ব হয়েছিল। ওর আচরণে পরিবর্তন এসেছিল।’
দলের মধ্যে বড় অহংকার দেখা দিয়েছিল:
নেইমার নাম না করে দলের মধ্যে সেই সময় ‘বড় অহংকার’ দেখা দিয়েছিল বলে জানান, যার মূল্য তাঁদের গুরুত্বপূর্ণ ম্যাচে চোকাতে হয়েছিল। তিনি বলেন, ‘অহংকার থাকা ভালো, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে একা ফুটবল খেলা সম্ভব নয়। আপনার পাশে অপর খেলোয়াড়কে থাকতে হবে। বড় অহংকার সব জায়গায় আছে, এটা কাজ করে না। যদি কেউ চেষ্টা না করে তবে ম্যাচ জেতা অসম্ভব।’ এই পডকাস্ট শোয়ে নেইমার ফের একবার আভাস দিয়েছেন যে তিনি আল হিলাল ছাড়তে চলেছেন। সম্ভাবনা রয়েছে ব্রাজিলের কোনও ক্লাবে যোগদানের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।