সিনিয়র টিমের মতো ধরাশায়ী হল ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৭ দল। AIFF-এর ইয়ুথ লিগে লজ্জাজনক হারের মুখোমুখি হতে হল তাদের। এদিন বেঙ্গল অ্যাকাডেমির কাছে ৫ গোল হজম করল ইস্টবেঙ্গল। বুধবার অনূর্ধ্ব ১৭ স্তরের এই লিগেই মোহনবাগানের কাছে পরাজিত 𓆏হতে হয়েছিল তারা। টানা ২ ম্যাচ হেরে বেশ চাপে ইস্টবেঙ্গলের ছোটরা। তবে শুক্রবার অন্য ম্যাচে জয় পেল মোহনবাগানের ছোটরা। তারা মুখোমুখি হয়েছিল বিধাননগর মিউনিসিপালিটি স্পোর্টস অ্যাকাডেমির। সেখানে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা।
ইস্টবেঙ্গলের ৫ গোল হজম:
AIFF ইয়ুথ লিগে শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। শুরু থেকেই খেলায় দাপট বজায় রেখেছিল প্রতিপক্ষ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। তবে খেলার ২ মিনিটের মাথায় তাদের খেলোয়াড়ের আত্মঘাতী গোলেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই লিড। ১৪ মিনিটে গোল করে সমতা ফেরায় বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ফুটবলার তনবীর দে। এদিনের ম্যাচে হ্যাটট্রিক করে সে। ম্যাচের ৮৪ মিনিটে আত্মঘাতী গোল করে ইস্টবেঙ্গলও। খেলার শেষে ফলাফল ছিল ইস্টবেঙ্গল ১-৫ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। এখনও পর🌱্যন্ত ৫ ম্যাচের মধ্যে ২ ম্যাচ হেরে বেশ চাপে তারা। ৩ ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রপ এ-তে তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে আজকের ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গল ফুটবল অ্যাকা♉ডেমি।
জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট:
আজকেই AIFF ইয়ুথ লিগের অপর ম্যাচে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন নিজেদের ঘরের মাঠে বিধাননগর মিউনিসিপাল ফুটবল অ্যাকাডেমির মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব ১৭ সবুজ মেরুন শিবির। খেলার ১০ মিনিটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিল ববি সিং। ২৭ মিনিটে সমতা ফেরায় বিধাননগর মিউনিসিপাল ফুটবল অ্যাকা✤ডেমি। ৩৯ মিনিটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় হাওকিপ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে বিধাননগর মিউনিসিপাল ফুটবল অ্যাকাডেমিকে সমতায় ফেরায় তপন বেসরা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই গোল করে মোহনবাগ♕ানের জয় নিশ্চিত করে ববি সিং। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল ছিল ৩-২।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।