আমেরিকার হোয়াইট হাউসে আক্রমণের ছক কষার অভিযোগে ধৃত ভারতীয় ༺যুবক সাই বর্ষিত কান্দুলাকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের কারাবাসারে সাজা শোনাল মার্কিন কোর্ট। ২০ বছর বয়সী কান্দুলা গত ২০২৩ সালের মে মাসে আমেরিকায় হোয়াইট হাউসে আক্রমণ করার ছক কষেছিল বলে অভিযোগ। মার্কিন বিচার ব্যবস্থা সংক্রান্ত দফতর বলছে, জার্মানির নাৎসি ꦦভাবনায় অনুপ্রাণিত হয়ে কান্দুলা এমন ঘটনার ছক কষেছিল।
জানা যায়, হায়দরাবাদের চন্দননগর এলাকায় জন্ম কান্দুলার। গত ২০২৪ সালের ১৩ মে তার মামলা মার্কিন কোর্টে গেলে, কান্দুলা তার দোষ স্বীকার করে নেয়। মার্কিন সরকারি জিনিসের ক্ষতি সংক্রান্ত অপরাধ সে স্বীকার করে নেয়। কোর্টের নথি বলছে, সেন্ট লুইস থেকে গত ২০২৩ সালের ২২ মে কান্দুলা গিয়েছিল ওয়াশিংটন ডিসি। সেখানে সেদিন বিকেল ৫.২০ মিনিট নাগাদ ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সে নামে। তারপর সেখানে একটি ট্রাক ভাড়া করে কান্দুলা। মাঝে খেতꦏে আর ট্রাককে তেল ভরতে দাঁড়ায় খানিকক্ষণ। তারপর ট্রাক নিয়ে সোজা হোয়াইট হাউসের দিকে এগোতে উদ্যত হয় কান্দুলা। সেদিন রাত ৯.৩৫ মিনিট নাগাদ কান্দুলার ট্রাকটি হোয়াইট হাউসের কাছে একটি ব্যারিকেডে ধাক্কা দেয়। ভয়াবহ সেই ঘটনায় পথচলতি অনেকেই দৌড়ে পালাতে যান। দু'বার ওই জায়গায় ধাক্কা দেওয়ার পর ট্রাকটি বসে যায়। সেখানে তখন ব্যাপক ধোঁয়া বের হতে থাকে।
( Mauni 🌜Amavasya 2025 Lucky Zodiac Signs: মৌনী অমাবস্যা ২০২৫-এ দারুন ভালো সময় শুরু কর্কট সহ বহু রাশির! কার ভাগ্যে কী আসবে?)
ট্রাক থেকে বেরিয়ে কান্দুলা লাল সাদা রঙের একটি পতাকা তুলে ধরে। সেই পতাকায় ছিল নাৎসিদের স্বস্তিকা চিহ্ন। এরপরই মার্কিন পুলিশ ও সিক্ওরেট সার্ভিস অফিসাররা তাকে ধরে ফেলে। তাকে গ্রেফতার করা হয়। মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে, ‘ কান্দুলার উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং নাৎসি জার্মানি দ্বারা অনুপ্রাণিত একনায়কতন্ত্র দিয়ে তা প্রতিস্থাপিত করা।’ সেক্ষেত্রে কান্দুলা নিজেকে মনে করছিলেন সঠিক ব্যক্তি, দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। এমনই দাবি করা হয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের তরফে। সে তদন্তকারীদের কাছে স্বীকার করেছে যে সে তার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যদের হত্যার ব্যবস্থাও করতে রাজি ছিল। ঘটনার কিছু সপ্তাহ আগে কান্দুলা এই পরিকল্পনা করে। তারপরই ঘটে যায় এই কাণ্ড। সেই ঘটনাতেই কান্দুলার ৮ বছরের জেল হয়েছে। সাজার মেয়াদের সঙ্গে বাড়তি ৩ বছর সে সুপারভাইজড রিলিজে থাকবে।