'সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছাতেই হিন্দুস্তান চলবে' বলে ভুল করিনি - দেশের প্রধান বিচারপতিকে জোর গলায় এমনটাই বললেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। এর আগে এই ইস্যুতে তাঁকে তলব করেছিল সুপ্রিম কলেজিয়াম। সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানো বিচারপতি শেখর কুমার যাদব মুখোমুখি হন শীর্ষ আদালতের বিচারপতিদের। উল্লেখ্য, এলাহাবাদ হাই কোর্টের এই বিচারপতি সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের একটি আলোচনা সভায় যোগ দিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এই আবহে রাজ্যসভায় বিরোধী সাংসদরা জাস্টিস শেখর কুমারের ইমপিচমেন্টের প্রস্তাব এনেছিলেন। এহেন পরিস্থিতিতে নিজের বিতর্কিত মন্তব্যের জেরে শীর্ষ আদালতের কলেজিয়ামের সামনে হাজিরা দিয়েও শেখর কুমার দাবি করেন, তিনি সেই মন্তব্য করে বিচারব্যবস্থার কোনও আচার লঙ্ঘন করেননি। এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি অরুণ ভনসালিকে লেখা এক চিঠিতে এই কথা বলেন জাস্টিস শেখর। জাস্টিস শেখর দাবি করেন, তিনি যা বলেছেন তা সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখেই বলেছেন এবং কোনও সম্প্রদায়কে আঘাত করে তিনি কিছু বলেননি। (আরও পড়ুন: চিনা JF-17 প🧸েতে পাকিস্তানের কাছে হাত পাতল 💫বাংলাদেশ, তুলনায় কতটা এগিয়ে রাফাল?)
আরও পড়ুন: 'রামকৃষ্ণ মিশনেও জঙ্গি থ🦹াকতে পারে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক
এর আগে জাস্টিস শেখরের ঘটনায় বিবৃতি প্রকাশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বলেছিল, 'জাস্টিস শেখর কুমার যাদবের মন্তব্য সংক্রান্ত বেশ কিছু রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। হাই কোর্ট থেকে সেই সংক্রান্ত বিশদ বিবরণ চাওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।' এদিকে যখনই এই ধরনের মামলায় কোনও দায়িত্বপ্রাপ্ত বিচারপতির রিপোর্ট চাওয়া হয়, তখন সেই বিচারপতিকে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়। সেই মতো সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁকে তলব করেছিল এবং জাস্টিস শেখর কুমার সেখানে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। এরপরে জমা পড়া আরও দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাহাবাদের হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে জাস্টিস শেখরের প্রতিক্রিয়া চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না। (আরও পড়ুন: RG Kar LIVE: ‘অ𝓰ন্য অপরাধীদের কী হবে?’ আরজি কর মামলায় রায়ের আগে উঠেছে প্রশ্ন)
আরও পড়ুন: বাংলাদেশের ভোট নিয়ে জল্পনা তুঙ্গে, পড়শিদের নিয়ে প্রশ্༺নের মুখে কী 🌠বলল ভারত?
উল্লেখ্য, ‘এক দেশ এক আইন’ নিয়ে প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদের এক আলোচনাসভায় যোগ দিয়ে বিচারপতি মন্তব্য করেছেন, সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছাতেই হিন্দুস্তান চলবে। বিচারপতি শেখর কুমার যাদব দাবি করেন, সংখ্যাগরিষ্ঠের হয়ে আইন কাজ করে। অভিযোগ করা হয়, বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত আলোচনা সভায় জাস্টিস যাদব যে মন্তব্য করেছেন তা সংবিধান লঙ্ঘন করেছে। অভিযোগ, ঘৃণামূলক এবং সাম্প্রদায়িক উ𝄹স্কানিমূলক মন্তব্য করেছিলেন জাস্টিস শেখর কুমার যাদব। তিনি সংখ্যালঘুদের লক্ষ্য করে এরকম বক্তব্য রেখেছিলেন। এদিকে বিচারপতি জনসাধারণের বিতর্কে অংশগ্রহণ করেছেন বা ইউসিসি সম্পর্কিত রাজনৈতিক বিষয়ে জনসমক্ষে তাঁর মতামত প্রকাশ করেছেন। সেক্ষেত্রেও তিনি আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদের লিগ্যাল সেল এবং হাইকোর্ট ইউনিটের একটি ﷽প্রাদেশিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি শেখর কুমার যাদব ইউনিফর্ম সিভিল কোডকে (ইউসিসি) সামাজিক সম্প্রীতি, লিঙ্গ সমতা এবং ধর্মনিরপেক্ষতা লালন করার উপায় হিসাবে বর্ণনা করেছিলেন। তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে তিনি 'উস্কানিমূলক' মন্তব্য করেছেন। আর এই নিয়ে বিতর্ক শুরু হয়। সেদিন নাকি জাস্টিস শেখর বলেছিলেন, 'এই ধরনের ঘটনায় জনসমক্ষে নিজেদের যুক্তি তুলে ধরতে পারেন না বিচারপতিরা। তাই সিনিয়রদের উচিত অন্যান্য বিচারপতিদের রক্ষা করা।' তাঁর কথায়, 'মুসলিমদের ভুল ধারণা যে যদি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে তা শরিয়ত, ইসলাম, কোরানের বিরুদ্ধে যাবে। তবে হিন্দুরা তাদের ধর্মের খারাপ জিনিসগুলি ঠিত করে নিয়েছে। তাহলে এমন আইন কেন আপনারা ঠিক করছেন না যেখানে একজন বউ থাকতেও তাঁর সম্মতি না নিয়ে আরও তিনটি বউ থাকতে পারে আপনার? এটা তো গ্রহণযোগ্য নয়।'