শাহরুখ-কাজলের অনস্ক্রিন পুত্র কৃষ রায়চাঁদ এখন আর ছোট নেই! গত বছর রোমান্টিক কমেডি ছবি ‘ইশক ভিশক রিবাউন্ড’ দিয়ে বলিউডে হিরো হিসাবে নিজের ডেবিউ সেরে ফেলেছেন জিবরান খান। তবে করণ জোহরের ২০০১ সালের ব্লকবাস্টার ফ্যামিলি ড্রামা কাভি খুশি কাভি গম-এ কাজল এবং শাহরুখ খানের ছেলে হিসাবে আজও দর্শকদের মনের মণিকোঠায় পাকা জায়গা ধরে রেখেছেন জিবরান। 😼আরও পড়ুন-৫টা বিয়ে টেকেনি, ‘জামাইবাবু’ জয়ের সঙ্গে প্রেমচর্চা! পরীমনি বললেন,'আর প্রেম আসে না'
♓ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিষেক কাপুরের পিরিয়ড ছবি আজাদের প্রিমিয়ারে পৌঁছেছিলেন জিবরান, অজয়ের ভাগ্নার ডেবিউ ছবি এটি। আমন দেবগণের সাপোর্টে প্রিমিয়ারে হাজির ছিলেন মামিমা কাজলও। নায়িকা এন্ট্রি নিতেই তাঁকে দেখতে পান জিবরান, অনস্ক্রিন মা-কে দেখেই দৌড় দিলেন জিবরান। ছুটটে গিয়ে কাজলকে জড়িয়ে ধরেন তিনি। এই উষ্ণ মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে পাপারাৎজিদের ক্য়ামেরায়।
🔥কালো টি-শার্ট, নীল ডেনিম ও কালো লেদার জ্যাকেট পরে রেড কার্পেটে পৌঁছেছিলেন জিবরান। কেপ স্টাইলের টপ ও প্যান্টে দেখা মিলল কাজলের। অজয় দেবগনও আজাদ ছবিতে অভিনয় করেছেন। ছবিতে আমান দেবগনের নায়িকা অভিনেত্রী রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। এটা তাঁরও প্রথম ছবি। পিরিয়ড ড্রামাটি স্বাধীনতা-পূর্ব ভারতের পটভূমিতে তৈরি, ছবির কেন্দ্রে রয়েছে একটি ঘোড়া। বৃহস্পতিবারের প্রিমিয়ারে অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে ছিলেন অজয়, অভিনেত্রী তামান্না ভাটিয়া, অভিনেতা-প্রযোজক আরবাজ খান এবং তাঁর স্ত্রী সুরা খান, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াত্রামণি ওরফে ওরি এবং প্রযোজক আনন্দ পণ্ডিত।
জিবরান খান সম্পর্কে
ꩵঅভিনেতা ফিরোজ খানের পুত্র, যিনি বি আর চোপড়ার মহাকাব্যিক টিভি শো মহাভারত-এ অর্জুন চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত। শাকিল নুরানির বড়ে দিলওয়ালা (১৯৯৯) চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসেবে প্রথমবার পর্দায় দেখা মিলেছিল জিবরানের। পরবর্তীকালে, তিনি ডেভিড ধাওয়ানের কিঁউ কি ম্যায় ঝুট নেহি বোলতা (২০০১) ছবিতে গোবিন্দা ও সুস্মিতা সেনের পুত্র, কভি খুশি কভি গম চলচ্চিত্রে শাহরুখ ও কাজল এবং ইন্দ্র কুমারের রিশতে (২০০২) চলচ্চিত্রে অনিল কাপুর ও কারিশ্মা কাপুরের ছেলের চরিত্রে অভিনয় করেছেন। ইশক ভিশক রিবাউন্ডের পর আপতত অপেক্ষা নায়ক জিবরানের পরবর্তী ছবির। ওদিকে কাজলকে আগামীতে মহারাগনি ছবিতে দেখা যাবে।