🧸 ইংল্যান্ডের মহিলা দলকে অ্যাসেজের অন্তর্ভুক্ত ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে দিল অস্ট্রেলিয়া। অ্যশ গার্ডেনারের শতরানে ভর দিয়ে বড় রানে তৃতীয় ওডিআইতেও জিতে নিল অজিরা। আগেই সিরিজ পকেটে পুড়েছিল তাহলিয়া ম্যাকগ্রাথরা, অপেক্ষা ছিল সিরিজ হোয়াইটওয়াশ তাঁরা ইংরেজদের করতে পারেন কিনা সেটাই দেখার। ৩-০তেই সিরিজ জিতল অস্ট্রেলিয়ানরা, ফলে চলতি মহিলা অ্যাসেজ সিরিজের পরের টি২০ এবং টেস্ট সিরিজের আগে সুবিধাজনক জায়গায় রইল অ্যালিসা হিলিরা। তাঁরা পুরো ছয় পয়েন্ট তুলে ফেলেন।
🎃মহিলা অ্যাসেজের তৃতীয় ওডিআই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অজি অধিনায়ক অ্যালিসা হিলি। আগ্রাসী মেজাজে ম্যাচ খেলা শুরুর চেষ্টা করলেও অজি ব্যাটাররা,তবে ওপানররা বড় রান পাননি। নির্ধারিত ৫০ ওভারে তাঁরা করেন ৮ উইকেটে ৩০৮ রান, জবাবে ব্যাট করতে নেমে অ্যালাকা কিং, মেগান স্কুটদের দাপটে ৮৬ রানে ম্যাচ জিতে , সিরিজ ৩-০তে জিতে নিল ব্যাগি গ্রিন্সদের ওমেন আর্মি। সেই সঙ্গে অ্যাসেজ ধরে রাখার দিকেও এক ধাপ এগোল অস্ট্রেলিয়া।
🦋সম্মানের মহিলা অ্যাসেজের তৃতীয় ওডিআইতে প্রথমে ব্যাট করতে নেমে ফোবি লিচফিল্ড এবং অ্যালিসা হিলি, দুজনেই করেন ১৫ রান করে। এরপর মিডল অর্ডারে খেলা ধরেন বেথ মুনি এবং অ্যাশ গার্ডনার। বেথ মুনি ৬৪ বলে ৫০ রান করে আউট হয়ে গেলেও নিজের ইনিংস বড় রানে কনভার্ট করে দুরন্ত শতরান করেন অ্যাশ গার্ডনার। ৮টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ১০২ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন গার্ডনার।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚঅস্ট্রেলিয়ার মহিলা দলেক ক্রিকেটাররা অবশ্য নিনজা স্টেডিয়ামে খুব দ্রুত গতিতে রান তুলতে পারেননি। শেষদিকে জর্জিয়া ওয়েরহাম এবং ম্যাকগ্রাথের ইনিংটাই অস্ট্রেলিয়ানদের স্বস্তি দিয়ে যায়। তাহলিয়া ম্যাকগ্রাথ ব্যাট হাতে করেন ৪৫ বলে ৫৫ রান। আর মাত্র ১২ বলে ৩৮ রানের দুরন্ত ক্যামিও খেলেন জর্জিয়া। মারেন ২টি ছয়, পাঁচটি চার।ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিলেন লরেন বেল, চার্লি ডিন এবং ন্যাট স্কিভার বার্নট।
𝓰আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
♑৩০৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের দাপটে মাত্র ২২২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ওপেনা তামসিন বেমন্ট ৫৪ রান করেন। এরপর ন্যাট স্কিভার বার্নট করেন লড়াকু ৬১। ড্যানি ওয়াট হজ ৩৫ এবং অ্যামি জোনস করেন ৩০ রান। তবে কেউই ইংল্যান্ডকে বড় রানের কাছাকাছি নিয়ে যেতে পারেননি। । স্পিনার অ্যালান কিং পাঁচ উইকেট নেন, ৮.২ ওভারে ৪৫ রান দিয়ে ফাইফার নেন তিনি। মেগান স্কুট নেন ৩ উইকেট, ওয়েরহামও জোড়া উইকেট পান।