෴ পুলিশকে গুলি করে ফেরার আসামি সাজ্জাক আলমের এনকাউন্টারকে শিখণ্ডি করে বিধানসভা ভোটের আগে বিজেপি কর্মীদের খতম করার পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্য বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। শনিবার সকালে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় এই আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
⛦জগন্নাথবাবু বলেন, ‘কোনও অপরাধীকে পুলিশ ধরতে গেলে সে যদি পালিয়ে যেতে চায় তাহলে পুলিশ তার কাজ তো করবেই। কিন্তু একটি ঘটনায় পুলিশের ওপর গুলি চালানোর জন্য কারও এনকাউন্টার করা হল, আমাদের আশঙ্কা এবার পুলিশ এটা বিজেপি কার্যকর্তাদের মারার জন্য করবে। বিজেপি কার্যকর্তাদের ওপর মিথ্যে মামলা লাগিয়ে তার পর তাদের এনকাউন্টার করবে। সামনে ভোট আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজীব কুমারের মতো পুলিশবাহিনী জানে তারা অতীত হতে চলেছে। তাই এই এনকাউন্টার সাজ্জাক নামে কোনও দুধেল গাইয়ের ওপর কার্যকর হলে পরেও অচিরেই বিজেপি কর্মীদের নিশানা করা শুরু হবে।’
🐲শনিবার ভোরে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতী সাজ্জাক আলমের এনকাউন্টার করে পুলিশ। পুলিশের দবি, কুয়াশার সুযোগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল সাজ্জাক। সাজ্জাক যে বাংলাদেশে পালানোর চেষ্টা করবে সে খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সেই মতো ব্যাপক নজরদারির ব্যবস্থা করা হয়েছিল সীমান্তে। সাজ্জাক সীমান্তের কাছাকাছি গেলে তাকে আত্মসমর্পণের প্রস্তাব দেন পুলিশ আধিকারিকরা। কিন্তু তাতে কান না দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তখন তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।