হিন্দুশাস্ত্রে সমস্ত বড় উৎসবের মধ্যে অন্যতম হল বসন্ত পঞ্চমী। আর চলতি বছরে খুব শিগগিরই আসছে বস🍸ন্ত পঞ্চমী। ২০২৫ সালের বসন্ত পঞ্চমীর তিথি ২ ফেব্রুয়ারি থেকে পড়ছে। অনেক জায়গাতেই তা ২ ফেব্রুয়ারি পালিত হতে পারে। আবার অনেকে ৩ ফেব্রুয়ারি এই তিথি পালন করতে পারেন। এদিকে, বসন্ত পঞ্চমীত ২০২৫ সালে রয়েছে বেশ কিছু দুর্লভ যোগ।
বৈ🍃দিক পঞ্চাঙ্গ অনুসারে বসন্ত পঞ্চমীর তিথি বেশ তাৎপর্যপূর্ণ। এই দিনে অদ্ভুত এক সংযোগ তৈরি হয়। এর আগে ন্যায়াধীশ শনিদেব যাবেন অস্ত। তারফলে বসন্ত পঞ্চমীর আগে থেকেই একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করে দেবেন। শনিদেব কবে অস্ত যাবেন, কারা লাকি? দেখে নিন জ্যোতিষমত।
বৃষ
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে। কেরিয়ারের দিক থেকে খুব লাভ হতে পারে। উন্নতির যোগ তৈরি হবে। ব্যবসায় ভালো মুনাফা আসবে। নতুন কোনও প্রজেক্ট বা বড় ডিল করতে গেলে হবে লাভ। প্রেম জীবন আগের 🅘থেকে সুখের হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। তবে অযথা খরচা থেকে রক্ষা পাবেন।
কর্কট
আত্মবিশ্বাস হু হু করে বেড়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা অনেকেই করবেন। সব কাজে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। মান সಞম্মান এই সময় বাড়বে। ব্যবসার ক্ষেত্রে আপনার রণনীতি কাজে দেবে। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। টাকা সঞ্চয় সম্ভব হবে। প্রেম জীবন আগের থেকে ভালোর দিকে যাবে, সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।
মীন
জাতক জাতিকারা ধনলাভের দিক থেকে ভাগ্যবান হবেন। মানসিক কোনও কষ্ট থেকে রক্ষা পাবেন। ক🍌েরিয়ারের দিক থেকে লাভ মিলবে। আপনি যে কাজই করবেন, তারই বিপুল প্রশংসা হবে। ব্যবসার দিক থেকেও ব্যবসায়ীরা বিপুল লাভ পাবেন।♔ ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে পারবেন। ধনলাভের যোগ তৈরি হবে। ধন সম্পত্তির সঙ্গে জড়িত কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রেম জীবনে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন।
শনিদেবের অস্ত কবে?
২ ফেব্রুয়ারি পড়ছে বসন্ত পঞ্চমীর তিথি। আর কার আগে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা ০১ মিনিটে শনিদেব অস্ত যাবেন। ৬ এপ্রিল পর্যন্ত সেই অবস্থাতেই শনিদﷺেব থাকবেন। তার মাঝে শনিদেব মীন রাশিতেও প্রবেশ করবেন। তারফলে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর সময়ে বহু রাশির ভাগ্য ফুলবে।
( এই প্রতিবেদনের তথ্🃏য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দဣুস্তান টাইমস বাংলা।)