By
Published 19 Jan, 2025
Hindustan Times
Bangla
শীতকাল আর পিকনিক, এতো প্রায় সমর্থক। হালকা ঠান্ডার আমেজে চড়ুইভাতিতে সামিল অনীক ধর ও তাঁর পরিবার।
ক্রিকেট খেলা আর বনভোজন, বেশ জমেছিল বটে! ছবি পোস্ট করেছেন গায়ক অনীক নিজেই।
পারিবারিক পিকনিকে দেখা মিলল অনীকের দুই খুদে ছেলে-মেয়ের।
পারিবারিক এই পিকনিকে জমেছিল মহিলা মহলের আড্ডা, মধ্যমণি ছিলেন অনীকের স্ত্রী দেবলীনা।
বড়ই বায়না জুড়েছিল সে! দেড় বছরের ছেলে আদবানকে কোলে নিলে অনীক ধর।
গাছে চড়ার মজাই আলাদা! পিকনিকে গিয়ে গাছে উঠতে দেখা গেল অনীক কন্যা আদ্যা ও তাঁর এক সঙ্গীকে।
দিনভর খাওয়াদাওয়ার পর রাতে বনফায়ার, উফ এতো 'মজাই মজা'!
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।
caco88