Hindustan Times
Bangla

দেশী লুক হোক বা ওয়েস্টার্ন, মনামী ঘোষের ফ্যাশন সব সময়ই থাকে চর্চায়। 

ছক ভাঙা ফ্যাশন স্টেটমেন্ট, এভারগ্রিন মনামীকে অন্যদের থেকে আলাদা করে।

পর্দায় তাঁকে এখন খুব বেশি দেখা না গেলেও, ইন্সটাগ্রাম খুললেই চোখে পড়ে নায়িকার নিত্য-নতুন সব লুকের ছবি।

আর এবার বড়দিনের আগেই, বড় চমক দিলেন নায়িকা। ক্রিসমাসের আগে লাল পোশাকে ধরা দিয়ে, স্যোশাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী।  

লাল বডিকন ড্রেস, পায়ে লাল মোজা সঙ্গে হাই হিলে স্যোশাল মিডিয়ায় হাজির হন লেডি স্যান্টা মনামী। ছোট্ট দুল আর খোলা চুলে খুব মিষ্টি লাগছিল নায়িকাকে।

ছবিগুলি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, 'ক্রিসমাস হল লাল পোশাক পরার একটা বাহানা মাত্র'। 

মুম্বইয়ের রাজপথে দাঁড়িয়ে তোলা নায়িকার এই ছবি দেখে, তাঁর অনেক অনুরাগীর মনেই প্রশ্ন জেগেছে, তবে কি এবার তাঁর গন্তব্য বলিউড? 

সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও খবর প্রকাশ্যে আসেনি। 

প্রসঙ্গত, নায়িকাকে শেষ দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক'-এ। ছবিতে মৃণাল সেনে স্ত্রী গীতা সেনের ভূমিকায় নজর কেড়েছিলেন অভিনেত্রী।

একসময় ছোট পর্দাতেও রমরমিয়ে কাজ করেছেন নায়িকা। শেষ তাঁকে দেখা গিয়েছিল 'ইরাবতীর চুপকথা' মেগায়।

তাছাড়াও 'কথা' ধারাবাহিকের এক বিশেষ পর্বে তাঁকে দেখা যায়। 

caco88