Hindustan Times
Bangla

চলতি বর্ডার গাভাসকর সিরিজে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি রান রোহিতের নয়, বুমরাহর

লজ্জার রেকর্ড গড়া রোহিত শর্মাকে টপকে গেলেন ভারতের সিডনি ম্যাচের অধিনায়ক বুমরাহ

চলতি বর্ডার গাভাসকর ট্রফির তিন টেস্টে রোহিত শর্মা খেলেছিলেন, করেছিলেন ৩১ রান

তিন টেস্টের পাঁচ ইনিংসে রোহিতের রান ছিল ৩, ৬, ১০, ৩ এবং ৯

জসপ্রীত বুমরাহ এই সিরিজে করেছেন রোহিতের থেকে বেশি রান

বুমরাহ পার্থে ৮ রান, অ্যাডিলেডে ২ রান, ব্রিসবেনে ১০ রানের পর সিডনিতে করলেন ২২ রান

অর্থাৎ তাঁর সর্বসাকুল্যে রান দাঁড়াল এখনও পর্যন্ত ৪২ রান, যা রোহিতের থেকে বেশি

caco88