Hindustan Times
Bangla

 ২৫ ডিসেম্বর, 'মালাবদল' সিরিয়ালে হতে চলেছে ‘বড়দিনের ধামাকা’, নাচে-গানে জমজমাট হতে চলেছে এই শো। 

বড়দিনের এই ধামাকায় পারফর্ম করতে দেখা যাবে কাব্য ও দিতি অর্থাৎ অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং ঋতু পাইনকে।

'মালাবদল' সিরিয়ালের 'মল্লিক পরিবার'-এর উদ্যোগেই হবে এই নাচে-গানে জমজমাট অনুষ্ঠান।

ছবি দেখেই বোঝা যাচ্ছে, জমিয়ে হবে সেলিব্রেশন।

সেলিব্রেশনে দেখা যাবে অন্যান্য সিরিয়ালের চরিত্রদেরও। থাকবে 'পুবের ময়না'র ময়না।

সেলিব্রেশনে থাকবে 'অমর সঙ্গী' সিরিয়ালের শ্রী-রাজ অর্থাৎ নীল ও শ্যামৌপ্তি।

থাকবে 'মিঠিঝোরা'র রাই-নীলু অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা ও দেবাদৃতা।

বড়দিনের এই সেলিব্রেশনে আর কী কী চমক থাকবে, তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।

caco88