বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'অ্যালার্জি হয়ে গিয়েছে' প্রয়াগরাজের মহাকুম্ভে এসে অসুস্থ স্টিভ জোবসের স্ত্রী
Updated: 14 Jan 2025, 10:34 PM IST
Laxmishree Banerjee
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ ২০২৫। পুণ্য অর্জনের আশায় দেশ-বিদেশ থেকে উপচে পড়ছে কোটি কোটি ভক্তের ঢল। পৌঁছে গিয়েছেন প্রয়াত অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবসও। আধ্যাত্মিক গুরু স্বামী কৈলাশনন্দ গিরি মহারাজের আশ্রমে আছেন তিনি। এত ভিড়ে তিনি আগে কখনও থাকেননি। সেই কারণেই তাঁর হাতে অ্যালার্জি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন স্বামী কৈলাশনন্দ গিরি। কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠান পালনে অনীহা করছেন না লরেন পাওয়েল জোবস।