প্রেসিডেন্টের পথ ছেড়ে পাকিস্তানে ক্ষীর বিক্রি করতে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প! সরাসরি সামনে দেখে অবাক পাকিস্তানের স্থানীয়রা। পাকিস্তানের সাহিওয়াল জেলায় এমনই 🦂একটা ঘটনඣা নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার। ভাইরাল হয়ে গিয়েছে সেই মুহূর্তের ভিডিয়োও।
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
হুবহু আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে। একই ধপধপে ফর্সা চেহারা, সাদা চুল, মুখের ভাব ♋ও স্টাইলও ট্রাম্পের মতো। যেন হোয়াইট হাউস ছাড়ার পর ট্রাম্প এখন হ্যান্ডকার্ট ব্যবসার হাল ধরেছেন। পাকিস্তানের রাস্তায় একটি কার্টে চড়ে খাবার সামগ্রী বিক্রি করতে দেখা গিয়েছে তাঁকে। তবে, এটা স্পষ্ট যে তিনি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প একেবারেই নন। বরং অতি সাধারণ এক মানুষ। পাঞ্জাবি গান গাইতে গাইতে পাকিস্তানের রাস্তায় ক্ষীর বিক্রি করেন এই ব্যক্তি। জানা গিয়েছে, অ্যালবিনিজমের কারণে তাঁর ত্বকের রং এমন।
জানা গিয়েছে, এই ব্যক্তির নাম সেলিম বগ্গা। তাঁর বয়স ৫৩ বছর। সেলিম শুধু তাঁর লুক দিয়ে নয়, গান দিয়েও মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। মোহাম্মদ ইয়াসিন নামের এক গ্রাহকের কথায়, আমাদের মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজেই ক্ষীর বিক্রি করতে এসেছেন। ক্ষীর বিক্রির জন্যতাঁর গান সকলকেই আকৃষ্ট করে।স্থানীয় বাসিন্দা ইমরান আশরাফের দাবি, স্থানীয়রা তাঁর সঙ্🍌গে সেলফি তোলেন, আর পরিজনদের ফলাও করে বলেন, 'আমরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি।' মানুষ সেলিম বগ্গাকে ‘পাকিস্তানি ডোনাল্ড ট্রাম্প’ বলে ডাকেন।
ভাইরাল হওয়া ভিডিয়োটি শেয়ার করার সময় লেখা হয়েছে🍷- পাকিস্তানের নিজের ডোনাল্ড ট্রাম্প... সেলিম বগ্গা নামে একজন গায়ক ও পুডিং বিক্রেতার সঙ্গে সেলফি তুলতে স্থানীয় লোকজন খুবই পছন্দ করেন। মানুষ বিশ্বাস ✃করে যে এই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো দেখতে।
এর আগেও তাঁর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে
এর আগে সেলিমের বগ্গার 🅷কুলফি বিক্রির ভিডিয়ো একইভাবে ভাইরাল হয়েছিল।