ꦑ দক্ষিণী অভিনেতা হলেও বর্তমানে বলিউডের একজন সুপরিচিত অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন সোনু সুদ। অভিনেতা হিসেবে নয়, তিনি পরিচিত খলনায়ক হিসেবে। বলিউডে সলমন থেকে শাহরুখ, সকলের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। তবে একসঙ্গে কাজ করলেও মানুষ হিসাবে কাকে এগিয়ে রেখেছেন সোনু?
ꦇসম্প্রতি শুভঙ্কর মিশ্রের সঙ্গে কথোপকথন চলাকালীন সোনু বলেন, ‘দুজনের সঙ্গে কাজ করেই আমার ভীষণ ভালো লেগেছিল। তবে শাহরুখের সঙ্গে আমার ঘনিষ্ঠতা কিছুটা বেশি কারণ হ্যাপি নিউ ইয়ার সিনেমা চলাকালীন আমাদের গোটা টিম লন্ডন, আমেরিকা ঘুরে বেড়িয়েছিল। আমাদের ৬ জনের জন্য একটি চাটার্ড ফ্লাইট বুক করা হয়েছিল, ভীষণ মজা করেছিলাম ওই সময়ে। অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছিলাম এবং অনেক গেম খেলেছিলাম।’
আরও পড়ুন: ♓ছোটবেলায় বাবাকে পায়নি ছেলে, মা রিনার চেষ্টায় আজ জুনায়েদ হিরো! আবেগপ্রবণ আমির
আরও পড়ুন: 💛শীতের সকালে বিছানায় আদরে মাখামাখি! সৌরভ-দর্শনার বেডরুমের অন্তরঙ্গ ছবি ফাঁস
♋সলমন প্রসঙ্গে সোনু বলেন, ‘সলমন ভীষণ ভালো একজন মানুষ কিন্তু সলমন একদমই খোলামেলা নন। তবে সলমন যদি কাউকে ভালবাসেন মন থেকে, তাহলে সেই ব্যক্তির জন্য তিনি সবকিছু করতে পারেন। ভালোবাসা প্রকাশ করার দিক থেকে যদি বিচার করা হয় তাহলে কিন্তু শাহরুখ এগিয়ে রয়েছেন অনেকটাই। তিনি জানেন, কীভাবে মানুষকে ভালবাসতে হয়।’
🌳দুই তারকার মধ্যে একটাই সবথেকে বড় কমন ব্যাপার আছে, সেটা হল দুজনেই এত বড় তারকা হওয়া সত্ত্বেও আশেপাশে থাকা প্রত্যেকটি মানুষকে আলাদা ভাবে যত্ন নিতে জানেন, গুরুত্ব দিতে জানেন। খুব স্বাভাবিকভাবেই তাই দুজনের সঙ্গে কাজ করতে পারাই ভাগ্যের ব্যাপার।
আরও পড়ুন:꧋ ‘শকুনের মতো লাগছে…’! র্যাম্পে করণ জোহরকে দেখেই মুখ হাঁ, কীভাব এত রোগা হলেন
আরও পড়ুন: ༺ট্রেনে আলাপ, তারপর প্রেম! ৩৪ বছরের বিবাহিত জীবনে থাকা হয়নি একসঙ্গে, কে এই গায়িকা
𒅌প্রসঙ্গত, সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে সোনু পরিচালিত ‘ফতেহ’। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি নিজেই। এই সিনেমায় জ্যাকলিনের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে। তবে ‘ফতেহ ২’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে পারেন সোনু।
ꦬ‘ফতেহ’ সিনেমাটি মূলত সাইবার ক্রাইমের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। সাইবার ক্রাইমের খারাপ প্রভাব মানুষের জীবনকে কীভাবে শেষ করে দিতে পারে সেটাই দেখানো হয়েছে এই সিনেমায়। এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন হলিউডের বিখ্যাত স্টান্ট বিশেষজ্ঞ লি হুইটেকার। সোনু-জ্যাকলিন ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ, দিব্যেন্দু ভট্টাচার্য।