বাবা হলেন ভারতীয় দলের ক্রিকেটার শিবম দুবে। টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার শুক্রবারই♔ বাবা হন। এরপর তিনি সেই সুখবর সোশাল নেটওয়ার্কিং সাইটে প্রকাশ করেন। শিবম দুবের গত বছরটা খুবই ভালো গেছে। টিম ইন্ডিয়ার জার্সিতে টি২০ বিশ্বকাপ জিতেছিলেন তিনি। এরপর ভারতীয় দলেও ক্ষুদ্র সংস্করণের ক্রিকেটে তিনি নিয়মিত সদস্য হয়ে যান।
কন্যা সন্তানের বাবা হলেন শিবম দুবে-
দ্বিতীয়বার বাবা হলেন শিবম দুবে। এবার কন্যা সন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী অঞ্জুম। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান আয়ান জন্মেছিল। ২০২১ সালে ꦡমুম্বইতে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে চার হাত এক হয় শিবম দুবে এবং দীর্ঘদিনের বান্ধবি অঞ্জুম খানের। মাঝে মধ্যেই চেন্নাই সুপার কিংসের ম্যাচের সময় শিবম দুবের স্ত্রীকে দেখা যেত তাঁকে সমর্থন করতে।
আরও পড়ু𝓰ন-BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দ🌃লে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
সিএসকেতে এসেই বদলে গেছে শিবমের জীবন-
আইপিএলে একাধিক দলের হয়ে ক্রিকেট খেললেও চেন্নাই সুপার কিংসে যোগদানের পর থ꧑েকেই যেন কেরিয়ার বদলে গেছে তাঁর। অলরাউন্ডার হিসেবে শুরুটা করলেও এখন স্রেফ ব্যাটিংয়ের জোরেই তিনি জাতীয় দলে সুযোগ পেয়ে যান। হার্দিক পাণ্ডিয়া পরবর্তী ফি🅘নিশার হিসেবেও দেখা হচ্ছিল এই বাঁহাতি পাওয়ার হিটিং ব্যাটারকে। ১২ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে আগামী আইপিএলের খেলার জন্য তাঁকে রিটেন করা হয়।
আরও পড়ুন-পিঠে খিঁচ মনে হচ্ছে না! ব𝐆ুমরাহর চোট নিয়ে ভারতীয় শিবিরের অন্দরের খবরে অবিশ্বাস পন্টিংয়ের
ইনস্টাগ্রাম পোস্ট-
ইনস্টাগ্রামে নিজ🍷ের দ্বিতীয়বার বাবা হওয়ার কথা জানিয়ে পোস্ট📖 করে শিবম দুবে লেখেন, ‘এবার আমাদের পরিবারে এল কন্যা সন্তান। আমাদের হৃদয় আরও উদ্বেলিত হল কারণ আমার পরিবার এখন চারজনের হয়ে গেল ’। টিম ইন্ডিয়ার এই সতীর্থ এখন তাকিয়ে থাকবে আগামী সিমিত ওভারের সিরিজের দিকে, যেখানে ভারতীয় দলের হয়ে তিনি নামতে পারেন।
আরও পড়ജুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছে🉐ন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
টি২০ বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস-
২০১৯ সালের নভেম্বর মাসে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল শিবম দুবের। গতবছর টি২০ বিশ্বকাপ ফাইনালে শিবম দুবে দঃ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ১৬ বলে ২৭ রান, যার সৌজন্যে টিম ইন্ডিয়ার রান পৌঁছেছিল ১৭৬এ। এরপর স🅷েই ম্যাচ জিতে ট্রফি হাতের নাগালে আনে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। গত বছর স🔯ৈয়দ মুস্তাক আফি ট্রফিও জেতেন শিবম দুবে।