অস্ট্রেলিয়ান ওপেনে বিতর্কের যেন শেষই হচ্ছে না। ইগা সুয়াটেকের সঙ্গে এম্মা নাভারোর ম্যাচে বিতর্কিত ঘটনা ঘটল, যার ফলে অস্ট্রে🌜লিয়ান ওপেনের নিয়ম নিয়েই উঠে গেল প্রশ্ন। ইগা সুয়াটেক এমনিতে এবারের বছর শুরুর প্রথম গ্র্যান্ডস্লামে দুরন্ত ছন্দে 𝓰রয়েছেন, তবে তাঁর একটি শট নিয়ে দেখা দিল বিতর্ক। এক্ষেত্রে তাঁর অবশ্য কোনও দোষ নেই।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ু🅰র দাবিতে তোল༺পার বিশ্ব
অস্ট্রেলিয়ান ওপেনে ফের বিতর্ক-
এম্মা নাভারোর বিরুদ্ধে ম্যাচে ইগা সুয়াটেক একটি শট নেন। কিন্তু এম্মা দাবি করেন সেই বলটি আসলে ডাবল বাউন্স খেয়েছে, এবং✤ তারপরই সুয়াটেক তাতে শট মেরেছে। যদিও চ🐟েয়ার আম্পায়ার কোনও রিভিউয়ের সিদ্ধান্ত নেননি, যা নিয়ে পরবর্তী সময় দেখা দেয় বিতর্ক। এম্মা নাভারোকেও নিজের ফ্রাস্ট্রেশন ব্যক্ত করতে শোনা যায়।
রিভিউ নিলেন না আম্পায়ার
দেখা যায় ইগা সুয়াটেক একটি সেটে প্রথমে শট নেন। এরপর রিবাউন্ড বলে বেশ কয়েকটা শট আদান প্রদানের পর এম্মা নাভারোর একটি শট সুয়াটেকের কোর্টে এসে ডবল বাউন্স করে, সেই বলই ফের নাভারোর কোর্টে পাঠান সুয়াট🉐েক। নাভারো কোনওমতে সেই শট ফেরালেও পরে সুয়াটেক সেই গেম জিতে যান। এরপরই ধারাভাষ্যকাররাও বলতে থাকেন, স্পষ্টতই ডাবল বাউন্স হয় বলটি।
বিরক্ত হয়ে ভিএআরের দাবি নাভারোর-
ইগা সুয়াটেকের পয়েন্ট পাওয়ার পরই চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে এম্🤡মা নাভারো ভিডিয়ো রিভিউয়ের দাবি করেন। কিন্তু সেটা হয়নি, কারণ প্লেয়ারদের রিভিউ নেওয়ার নিয়ম নেই। এরপরই নাভারো বলেন, ‘ আমার মনে হয় এরকমক্ষেত্রে পরে রিভিউ নেওয়ার সুযোগ থাকা উচিত। ক🅠ারণ খেলা চলাকালীন আমি একটা শট মারলাম, ও একটা শট মারল। মনে হল ডাবল বাউন্স খেয়েছে, কিন্তু তখন খেলা থামিয়ে দেওয়া যেত না। কেউই বিষয়টিতে নিশ্চিত ছিলাম না, তাই পরে এধরণের ক্ষেত্রে রিভিউয়ের সুযোগ থাকা উচিত। উত্তেজনার বশে তখন খেলা চালিয়ে গেলেও পরে ভুল শুধরে নেওয়া উচিত ’।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খো🌌শমেজাজে তুললেন সেলফিও