চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার। তাতে দেখা গেল দুই গ্রুপের পরীক্ষায় বসা পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ১৩.৪ শতাংশই পাশ করেছেন। এদিকে এই পরীক্ষায় দেশে শীর্ষস্থান অর্জন করেছেন দু'জন। রিপোর্ট অনুযায়ী, হায়দরাবাদের হেরাম্ব মহেশ্বরি এবং তিরুপতির ঋষভ অস্তওয়াল যুগ্ম ভাবে প্রথম স্থান অর্জন করেছেন সিএ ফাইনাল পরীক্ষায়। তাঁরা দু'জনেই ৮৪.৭ শতাংশ পেয়েছেন এদিকে পরীক্ষায় দ্বিতীয় স্থানে আছেন আহমেদাবাদের রিয়া শাহ এবং তৃতীয় স্থানে আছেন কলকাতার কিঞ্জল আজমেরা। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে সিএ ইন্টারে দেশের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছিলেন কিঞ্জল। (আরও পড়ুন: স্মৃতিসৌধ নিয়ে 'রাজনৈতিক বিতর্কের' মাঝে শে🐭ষ যাত্রায় মনমোহন, নামল জনতার ঢল)
আরও পড়ুন: 'সরকার ডিএ দেবে না…', সামনে বিস্ফোরক দাবি,꧙ ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বলা…
২০২৪ সালের নভেম্বর মাসে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার আয়োজিত সিএ ফাইনাল পরীক্ষায় মোট ১১ হাজার ৫০০ পড়ুয়া সিএ হিসেবে কোয়ালিফাই করেছেন। এদিকে গ্রুপ ১ পরীক্ষা দেওয়া পড়ুয়াদের মধ্যে পাশ করেছেন ১৬.৮ শতাংশ এবং গ্রুপ ২ পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের হার ২১.৩ শতাংশ। এদিকে দুই গ্রুপেই পরীক্ষায় বসেছিলেন ৩০ হাজার ৭৬৩ জন পরীক্ষার্থী। তার মধ্যে পাশ করেছেন ৪ হাজার ১৩৪ জন। (আরও পড়ুন: কলকাতা থেকে চালু নয়া আন্তর্জাতিক রুটের উড়ান, জানুন টাইমিং ও ভাড়ার বিশ♕দ)
আরও পড়ুন: স𓄧ুপ্রিম কোর্টে কি বকেয়া ডিএ মামলার শুনানি ফের পিছিয়ে যাবে?ඣ সামনে এল বড় আপডেট
ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সভাপতি সিএ রাজনীত কুমার আগরওয়াল বলেন, 'দেশের অন্যতম কঠিন পরীক্ষায় পাশ করা একটি বড় কৃতিত্ব। এই 'সিএ' প্রেফিক্স অর্জন করা প্রফেশনাল মাইলফলক। পাশাপাশি এটা সেই পরীক্ষার্থীর কঠোর পরিশ্রম, আত্মবলিদান এবং দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতার প্রতিফলন। এই পাশ করা ব্যক্তিদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে এখান থেকে।' (আরও পড়ুন: 'বাবার বেলায়…', মনমোহনের প্রয়াণের পর কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক প্ꦓরণব কন্যা)
আরও পড়ুন: আজ বৃষ্টি হবে বাংলার ৬ জেলায়, এ🅰রপর ফের ঠান্ডা কবে বাড়বে কলকাতায়?
চার্টাড অ্যাকাউন্টেন্সির ফাইনাল পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
- প্রথমেই icai.nic.in/caresult-তে যান।
- যে পেজ খুলবে, তাতে একাধিক অপশন আছে। 'CHECK RESULTS'-র আওতায় 'Final : November 2024' অপশন পাবেন। আপনি তাতে ক্লিক করুন।
- নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং টেক্সট লিখে 'Submit' করুন। স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।
চার্টাড অ্যাকাউন্টেন্সির ফাইনাল পরীক্ষার মেধাতালিকা কীভাবে দেখবেন?
- রেজাল্ট দেখার জন্যে icai.nic.in/caresult-তে যেতে হবে পরীক্ষার্থীদের।
- সেখানে 'CHECK MERIT LIST'-র আওতায় 'Final : November 2024' বেছে নিতে হবে।